Ajker Patrika

কুমিল্লার ৩ উপজেলায় লড়ছেন এমপির ছেলে, ভাই ও ভাতিজা

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ৩ উপজেলায় লড়ছেন এমপির ছেলে, ভাই ও ভাতিজা

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার তিন উপজেলায় স্থানীয় তিন সংসদ সদস্যের ছেলে, ভাই ও ভাতিজা নির্বাচন করছেন। তা ছাড়া জেলার চার উপজেলায় আট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ রোববার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন এই তথ্য জানিয়েছেন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর ও দেবীদ্বারে আট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চারজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদের তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তিন পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে মাঠে থাকল ৪৪ জন।

মুরাদনগরে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিন প্রার্থী। এর মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মুরাদনগরের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের ছেলে ড. আহসানুল আলম সরকার কিশোর রয়েছেন। দেবীদ্বারে নির্বাচনের মাঠে রয়েছেন তিনজন। এর মধ্যে এ স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই মামুনুর রশিদ রয়েছেন। বুড়িচংয়ে চেয়ারম্যান পদে কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এখানে চারজন জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখানে স্থানীয় সংসদ সদস্য আবু জাহেরের ভাতিজা আবু তৈয়ব অপি চেয়ারম্যান পদে লড়ছেন।

এদিকে উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিটুন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

জেলার চার উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ চার উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ ২৯ মে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত