কুমিল্লা প্রতিনিধি
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার তিন উপজেলায় স্থানীয় তিন সংসদ সদস্যের ছেলে, ভাই ও ভাতিজা নির্বাচন করছেন। তা ছাড়া জেলার চার উপজেলায় আট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ রোববার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন এই তথ্য জানিয়েছেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর ও দেবীদ্বারে আট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চারজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদের তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তিন পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে মাঠে থাকল ৪৪ জন।
মুরাদনগরে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিন প্রার্থী। এর মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মুরাদনগরের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের ছেলে ড. আহসানুল আলম সরকার কিশোর রয়েছেন। দেবীদ্বারে নির্বাচনের মাঠে রয়েছেন তিনজন। এর মধ্যে এ স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই মামুনুর রশিদ রয়েছেন। বুড়িচংয়ে চেয়ারম্যান পদে কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এখানে চারজন জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখানে স্থানীয় সংসদ সদস্য আবু জাহেরের ভাতিজা আবু তৈয়ব অপি চেয়ারম্যান পদে লড়ছেন।
এদিকে উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিটুন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
জেলার চার উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ চার উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ ২৯ মে।
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার তিন উপজেলায় স্থানীয় তিন সংসদ সদস্যের ছেলে, ভাই ও ভাতিজা নির্বাচন করছেন। তা ছাড়া জেলার চার উপজেলায় আট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ রোববার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন এই তথ্য জানিয়েছেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর ও দেবীদ্বারে আট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চারজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদের তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তিন পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে মাঠে থাকল ৪৪ জন।
মুরাদনগরে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিন প্রার্থী। এর মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মুরাদনগরের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের ছেলে ড. আহসানুল আলম সরকার কিশোর রয়েছেন। দেবীদ্বারে নির্বাচনের মাঠে রয়েছেন তিনজন। এর মধ্যে এ স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই মামুনুর রশিদ রয়েছেন। বুড়িচংয়ে চেয়ারম্যান পদে কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এখানে চারজন জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখানে স্থানীয় সংসদ সদস্য আবু জাহেরের ভাতিজা আবু তৈয়ব অপি চেয়ারম্যান পদে লড়ছেন।
এদিকে উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিটুন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
জেলার চার উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ চার উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ ২৯ মে।
ঝটিকা মিছিলের ছবি দেখে খুলনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহম্মদ শাহনেওয়াজ।
২ মিনিট আগেশেকৃবির আবু রায়হান বলেন, ‘ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, তাই আমরা বিরোধিতা করছি।’ পরে শেকৃবির শিক্ষার্থীরা ডিএইর ডিজির কাছে ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিপরীতে নিজেদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।
৭ মিনিট আগেসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে।
১২ মিনিট আগেফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৯ গ্রামে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
২০ মিনিট আগে