নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) পরিচালক মঈন উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ আজ বুধবার এই আদেশ দেন। ৮১ কোটি ১০ লাখ ৩৪ হাজার ২৯১ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। মঈন উদ্দিন আহমেদ ঢাকার লালমাটিয়া এলাকার মিনহাজ উদ্দিন আহমেদ এর ছেলে।
এই বিষয়ে দুদকের স্পেশাল পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ বলেন, এই মামলায় আসামি মঈন উদ্দিন আহমেদ পলাতক ছিলেন। বুধবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে থাকা তথ্য মতে, আসামি ৮১ কোটি ১০ লাখ ৩৪ হাজার ২৯১ টাকা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। এর মধ্যে ২২ কোটি ৬৮ লাখ ২১ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্যও পায় দুদক।
এসব অভিযোগে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারা, দণ্ডবিধি ৪০৯ ও ১০৯ ধারা এবং দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের হয়। ২০২১ সালের ৯ মার্চ দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে আসামি ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের মে পর্যন্ত এসব সম্পদ অর্জন ও আত্মসাৎ করেন বলে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় ২০২৩ সালের ৯ মার্চ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) পরিচালক মঈন উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ আজ বুধবার এই আদেশ দেন। ৮১ কোটি ১০ লাখ ৩৪ হাজার ২৯১ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। মঈন উদ্দিন আহমেদ ঢাকার লালমাটিয়া এলাকার মিনহাজ উদ্দিন আহমেদ এর ছেলে।
এই বিষয়ে দুদকের স্পেশাল পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ বলেন, এই মামলায় আসামি মঈন উদ্দিন আহমেদ পলাতক ছিলেন। বুধবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে থাকা তথ্য মতে, আসামি ৮১ কোটি ১০ লাখ ৩৪ হাজার ২৯১ টাকা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। এর মধ্যে ২২ কোটি ৬৮ লাখ ২১ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্যও পায় দুদক।
এসব অভিযোগে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারা, দণ্ডবিধি ৪০৯ ও ১০৯ ধারা এবং দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের হয়। ২০২১ সালের ৯ মার্চ দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে আসামি ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের মে পর্যন্ত এসব সম্পদ অর্জন ও আত্মসাৎ করেন বলে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় ২০২৩ সালের ৯ মার্চ।
গবাদিপশুর লাম্পি স্ক্রিন ডিজিজ (এলএসডি) ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে। ভাইরাসজনিত এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন গরুর মালিক ও খামারিরা। সময়মতো চিকিৎসা না পাওয়ার কথা জানিয়েছেন তাঁরা। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, এ রোগে গরু আক্রান্ত হয়
১ ঘণ্টা আগেযশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ চারজনের নামে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কেশবপুর আমলি আদালতে মামলা করেন কেশবপুরের
১ ঘণ্টা আগেজসিম উদ্দিন বলেন, ‘ইমামতি করিনি, এটা সঠিক নয়। অনেক আগে জেলা সদর ও ফায়ার সার্ভিস স্টেশনের ভেতরের মসজিদে ইমামতি করেছি। জেলা ওলামা দলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলাম। একসময় জেলা ছাত্রদলের পদে ছিলাম। আওয়ামী লীগের আমলে ১৭টি মামলার আসামি হয়েছি। গ্রেপ্তার হয়েছি, জেল খেটেছি। একাধিক মানবাধিকার সংগঠনে আছ
১ ঘণ্টা আগেগাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মণ্ডলকে (৪৯) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাঁকে গাজীপুর মহানগরীর গাছা থানায় হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে