Ajker Patrika

উখিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
উখিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় রিমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত রিমা আক্তার মোহাম্মদ বাহাদুরের স্ত্রী। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে বলে জানান, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির শোয়ার কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় রিমা আক্তারের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেলেও প্রকৃত কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শামীম হোসেন।

রত্নাপালং ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য অলি আহমদ বলেন, রিমা আক্তার ও তাঁর স্বামী মোহাম্মদ বাহাদুরের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালেও তাঁদের ঝগড়া হয়। এর জেরে সকালে কোনো এক সময় রিমা আক্তার আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত