Ajker Patrika

লোহাগাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
লোহাগাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রোববার দুপুরে পুকুরে ডুবে মো. নাজমুল সোলতান নাফিজ নামের (৭) বছর বয়সী কেজি স্কুলের শিক্ষার্থীর নিহত হয়েছে। উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলাবাজার মেহেন্নবর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাফিজ ওই এলাকার প্রবাসী নাছির উদ্দিনের ছেলে এবং শাহ মজিদিয়া কেজি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। 

শিশুর নিকট আত্মীয় মাওলানা আব্দুস সুবুর সাংবাদিকদের জানান, দুপুরে দিকে পাড়ার বাচ্চাদের সঙ্গে খেলেতে যায় নাফিজ। সকলের অগোচরে সে বাড়ির পুকুরে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ সে বাড়িতে ফিরে না আসলে স্বজনরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে এলাকাবাসীরা বাড়ির পুকুরের পানিতে নাফিজকে ভাসমান দেখে। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নাফিজকে মৃত ঘোষণা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত