Ajker Patrika

চট্টগ্রামে যুবলীগের নেতা খুন, ৪ জনকে আসামি করে থানায় মামলা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৮: ৪৩
চট্টগ্রামে যুবলীগের নেতা খুন, ৪ জনকে আসামি করে থানায় মামলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা মনজুর হোসেন ওরফে টাক্কুইল্যা (৩৫) খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে নিহতের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ। 

নিহত যুবলীগ নেতা উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফোরক আহমেদ বাড়ির মৃত গুন্নু মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। 

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শান্তিনিকেতন এলাকায় আড্ডা দিচ্ছিল যুবলীগের নেতা মনজুর হোসেন ও তাঁর বন্ধু সেকান্দর। এ সময় মুখোশ পরা কয়েকজন তাঁদের ওপর গুলি ও মনজুরকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীরা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের কয়েকজন কর্মী বলেন, ‘স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, বালু ও জমির ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে একটি পক্ষ তাঁকে খুন করে থাকতে পারে।’ 

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুন কী কারণে হয়েছে, কারা করেছে, তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত