কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাটিয়ারা এলাকায় ডাকাতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াসিন ও কনস্টেবল মামুন।
গুলিবিদ্ধ ডাকাতেরা হলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলোইবতি গ্রামের আব্দুর রহিম (৪৯) ও কুমিল্লার লালমাই উপজেলার হতগড়া গ্রামের মো. সাব্বির (১৭)।
পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের সামনে রড ফেলে ছয়জন ডাকাতি করছিল। প্রাইভেট কারে ছিলেন আহাম্মাদ হোসেন নামে একজন সুইডেনপ্রবাসী। তিনি ঢাকা থেকে ফেনীতে আসছিলেন। ওই সময় টহল পুলিশ ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। টহল পুলিশ ঘটনাটি বুঝতে পেরে অবস্থান নেয় এবং তাদের ধাওয়া করে। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মো. রহিম ও সাব্বির নামে দুজন ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে রহিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই প্রবাসীর কাছ থেকে নেওয়া ল্যাপটপ, মোবাইল ফোন, ডলারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত দুই পুলিশ সদস্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আজ রোববার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকি ডাকাত দলের সদস্যদের ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।’
ঘটনার পরপরই পুলিশ সুপার আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত পুলিশ সদস্যদের খোঁজ নেন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাটিয়ারা এলাকায় ডাকাতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াসিন ও কনস্টেবল মামুন।
গুলিবিদ্ধ ডাকাতেরা হলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলোইবতি গ্রামের আব্দুর রহিম (৪৯) ও কুমিল্লার লালমাই উপজেলার হতগড়া গ্রামের মো. সাব্বির (১৭)।
পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের সামনে রড ফেলে ছয়জন ডাকাতি করছিল। প্রাইভেট কারে ছিলেন আহাম্মাদ হোসেন নামে একজন সুইডেনপ্রবাসী। তিনি ঢাকা থেকে ফেনীতে আসছিলেন। ওই সময় টহল পুলিশ ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। টহল পুলিশ ঘটনাটি বুঝতে পেরে অবস্থান নেয় এবং তাদের ধাওয়া করে। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মো. রহিম ও সাব্বির নামে দুজন ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে রহিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই প্রবাসীর কাছ থেকে নেওয়া ল্যাপটপ, মোবাইল ফোন, ডলারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত দুই পুলিশ সদস্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আজ রোববার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকি ডাকাত দলের সদস্যদের ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।’
ঘটনার পরপরই পুলিশ সুপার আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত পুলিশ সদস্যদের খোঁজ নেন।
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
৭ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে