Ajker Patrika

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের আনুমানিক বয়স ২০ বছর। আজ শুক্রবার সকালে পৌর সদরের শেখপাড়া সংলগ্ন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সীতাকুণ্ড ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এস আই) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুর্ঘটনা সম্পর্কে এস আই খোরশেদ আলম বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী ট্রেন সাগরিকা এক্সপ্রেসটি সীতাকুণ্ডের শেখপাড়া এলাকা অতিক্রমকালে ট্রেনের ওপর থেকে অজ্ঞাত যুবক ছিটকে পড়েন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’ 

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। সেই সঙ্গে তাঁর ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। আলামত সংগ্রহের পর মরদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে। বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের আগ পর্যন্ত তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। তারপর যদি নিহতের কোনো স্বজনকে না পাওয়া যায়, তাহলে তার লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত