ফেনী প্রতিনিধি
প্রথমবারের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধুনিক সিসি ক্যামেরা। এতে সুফল পাবে চালক ও যাত্রীরা। আজ রোববার ফেনীর মহিপালে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভায় এ কথা জানান হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান।
অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘বিগত সময়ে রাজনৈতিক কর্মসূচি দিয়ে মহাসড়কে অবরোধ করে যারা বাংলাদেশকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেটি সফল হয়নি।’
এ সময় তিনি মালিক ও চালকদের উদ্দেশ্যে বলেন, ‘মহাসড়ক আইনকে পাশ কাটিয়ে কোনো অপরাধ করা যাবে না। সব গাড়ির মালিক, শ্রমিক আইনকে শ্রদ্ধা করে সড়কে চলাচল করতে হবে। মহাসড়কে কোনো সিএনজি অটোরিকশা ও থ্রি হুইলার চালানো যাবে না। এসব আইন না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন, কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী।
আরও বক্তব্য দেন সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, ফাজিলপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. মুজিবুল হক, শর্শদী ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভূইয়া প্রমুখ। সঞ্চালনা করেন হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা।
প্রথমবারের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধুনিক সিসি ক্যামেরা। এতে সুফল পাবে চালক ও যাত্রীরা। আজ রোববার ফেনীর মহিপালে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভায় এ কথা জানান হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান।
অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘বিগত সময়ে রাজনৈতিক কর্মসূচি দিয়ে মহাসড়কে অবরোধ করে যারা বাংলাদেশকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেটি সফল হয়নি।’
এ সময় তিনি মালিক ও চালকদের উদ্দেশ্যে বলেন, ‘মহাসড়ক আইনকে পাশ কাটিয়ে কোনো অপরাধ করা যাবে না। সব গাড়ির মালিক, শ্রমিক আইনকে শ্রদ্ধা করে সড়কে চলাচল করতে হবে। মহাসড়কে কোনো সিএনজি অটোরিকশা ও থ্রি হুইলার চালানো যাবে না। এসব আইন না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন, কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী।
আরও বক্তব্য দেন সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, ফাজিলপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. মুজিবুল হক, শর্শদী ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভূইয়া প্রমুখ। সঞ্চালনা করেন হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা।
ভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৪ মিনিট আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
১৫ মিনিট আগেগাইবান্ধা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবিরকে দিনাজপুর থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশ পৌর শহরের ঈদগাহবস্তি এলাকায় দিবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাঁকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।
৩৫ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে পুলিশে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর ববির ১ নম্বর গেটসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক টিকলি শরিফ মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি খুলনা মহানগর শাখা ছাত্রলীগের উপছাত্রী
৩৮ মিনিট আগে