Ajker Patrika

আত্মীয়কে রক্ত দিয়ে ফেরার পথে সড়কে ঝরল যুবকের প্রাণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৩, ১৭: ১৪
আত্মীয়কে রক্ত দিয়ে ফেরার পথে সড়কে ঝরল যুবকের প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুমূর্ষু এক আত্মীয়কে রক্ত দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইয়ার হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ার হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের নোয়াব মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন বাইসার গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন (৩৫), তাঁর স্ত্রী রুনা বেগম (২৮) ও মৃত আবদুল বারেক মিয়ার ছেলে ধন মিয়া (৫৫)। প্রথম দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে এবং অপর ব্যক্তিকে স্থানীয় সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাশের মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দুলাল মিয়া জানান, নিহত ইয়ার হোসেন একটি ব্লাডব্যাংকের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। মুমূর্ষু রোগীদের রক্ত দিতে বিভিন্ন এলাকায় ছুটে যেতেন। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার শহরে এক মুমূর্ষু আত্মীয়কে রক্ত দিতে গিয়েছিলেন। সন্ধ্যায় অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।

দুলাল মিয়া আরও বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার খাড়েরা বাসস্ট্যান্ডের অদূরে পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা বিপরীতমুখী একটি রোলারের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই মারা যান ইয়ার হোসেন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকুল চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত