নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি করিয়ে দেবে বলে চট্টগ্রামে এক শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে জাবেদ হোসেন চৌধুরী (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (২১ জুন) রাজধানীর ফকিরাপুল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি কখনো নিজেকে বিমানবাহিনীর কর্মকর্তা, কখনো কাস্টমস, আবার কখনো পোশাক কারখানার মালিক পরিচয়ে ওই নারী অভিভাবকসহ বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
গ্রেপ্তার জাবেদ হোসেন চৌধুরী ফেনী জেলার দাগনভূঞা থানার রামনগর এলাকার জাহিদ চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, গত ২৮ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই প্রতারকের সঙ্গে ভিকটিম নারীর পরিচয় হয়। এ সময় প্রতারক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে জানিয়ে সেখানে তাঁর অনেক শুভাকাঙ্ক্ষী শিক্ষকের সঙ্গে পরিচয় রয়েছে বলে জানান।
এ সময় ভুক্তভোগী ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিতে পারবেন বলে জানান প্রতারক জাবেদ। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওই নারীর কাছ থেকে নগদ ১ লাখ ৬২ হাজার টাকা আত্মসাৎ করেন।
একই সময় সনাতনী স্বর্ণালংকার পরিবর্তন করে তাঁর কাছে থাকা ২২/২৪ ক্যারেটের স্বর্ণ দেওয়ার কথা জানিয়ে ওই নারীর কাছ থেকে ১২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া হয়। এই ঘটনায় গত শুক্রবার (২০ জুন) ভুক্তভোগী নারী কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ওসি জানান, পুলিশ অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেখানো মতে, চট্টগ্রামে হাজারী গলিতে শাহ আমানত জুয়েলার্স নামে একটি দোকান থেকে ৮ ভরি ওজনের গলিত একটি স্বর্ণের বার জব্দ করা হয়। ওই নারীর স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার পর এই দোকানে স্বর্ণালংকার বিক্রি করেছিলেন প্রতারক। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ আগেও একাধিক প্রতারণার সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছেন পুলিশকে।
ওসি আরও জানান, বিদেশ পাঠানোর কথা বলে পাসপোর্ট তৈরি ও অল্প দামে কাস্টমসের গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগ রয়েছে জাবেদের বিরুদ্ধে। নগরের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি করিয়ে দেবে বলে চট্টগ্রামে এক শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে জাবেদ হোসেন চৌধুরী (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (২১ জুন) রাজধানীর ফকিরাপুল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি কখনো নিজেকে বিমানবাহিনীর কর্মকর্তা, কখনো কাস্টমস, আবার কখনো পোশাক কারখানার মালিক পরিচয়ে ওই নারী অভিভাবকসহ বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
গ্রেপ্তার জাবেদ হোসেন চৌধুরী ফেনী জেলার দাগনভূঞা থানার রামনগর এলাকার জাহিদ চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, গত ২৮ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই প্রতারকের সঙ্গে ভিকটিম নারীর পরিচয় হয়। এ সময় প্রতারক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে জানিয়ে সেখানে তাঁর অনেক শুভাকাঙ্ক্ষী শিক্ষকের সঙ্গে পরিচয় রয়েছে বলে জানান।
এ সময় ভুক্তভোগী ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিতে পারবেন বলে জানান প্রতারক জাবেদ। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওই নারীর কাছ থেকে নগদ ১ লাখ ৬২ হাজার টাকা আত্মসাৎ করেন।
একই সময় সনাতনী স্বর্ণালংকার পরিবর্তন করে তাঁর কাছে থাকা ২২/২৪ ক্যারেটের স্বর্ণ দেওয়ার কথা জানিয়ে ওই নারীর কাছ থেকে ১২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া হয়। এই ঘটনায় গত শুক্রবার (২০ জুন) ভুক্তভোগী নারী কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ওসি জানান, পুলিশ অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেখানো মতে, চট্টগ্রামে হাজারী গলিতে শাহ আমানত জুয়েলার্স নামে একটি দোকান থেকে ৮ ভরি ওজনের গলিত একটি স্বর্ণের বার জব্দ করা হয়। ওই নারীর স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার পর এই দোকানে স্বর্ণালংকার বিক্রি করেছিলেন প্রতারক। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ আগেও একাধিক প্রতারণার সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছেন পুলিশকে।
ওসি আরও জানান, বিদেশ পাঠানোর কথা বলে পাসপোর্ট তৈরি ও অল্প দামে কাস্টমসের গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগ রয়েছে জাবেদের বিরুদ্ধে। নগরের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ বাড়ি ভাতা প্রত্যাখ্যান করে প্রত্যাশিত দাবি আদায়ে থালা হাতে ভুখা মিছিল করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত দাবি আদায় বাস্তবায়ন কমিটির আয়োজনে এ ভুখা মিছিল বের করা হয়।
৬ মিনিট আগেখুলনা জেলা কারাগারের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন হাজতিকে ঢাকার হাইসিকিউরিটি কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে তাদের তিনজনকে পাঠানো হয়। এ ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদের তালিকা পরবর্তী সময়ে ঢাকায় পাঠানো হবে বলে কারা সূত
২৭ মিনিট আগেবিদেশ যেতে না পেরে ক্ষোভে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক যুবক। পরে সেই ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
৩১ মিনিট আগেবয়সসীমা বাড়ানো, বিশেষ নিয়োগের ব্যবস্থা ও স্বতন্ত্র কোটা পুনর্বহালসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ।
৩৬ মিনিট আগে