কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি পলাতক রকি দত্ত (২০) গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, ‘আনোয়ারায় দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়া এক কিশোরীর পরিবারের দায়ের করা মামলায় পলাতক আসামি রকি দত্তকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
নুরুল আবছার আরও বলেন, ‘আনোয়ারা থানা-পুলিশ দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি পলাশ (২৬), শীপঙ্কর (২৭) ও চন্দনকে (২৫) গ্রেপ্তার করে। কিন্তু ধর্ষণের মূল পরিকল্পনাকারী রকি পলাতক থাকেন। তাঁকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় আমাদের একটি দল গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খাগড়াছড়ি মহিলা কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে রকিকে গ্রেপ্তার করে। তাঁকে আজ বুধবার বিকেলে থানায় হস্তান্তর করা হয়।’
গত ১৫ মার্চ দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে রকি দত্তের সঙ্গে সমুদ্রসৈকতে ঘুরতে যায় ওই কিশোরী। সেখান থেকে সন্ধ্যায় আনোয়ারার চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা ইছামতি কলাবাগান এলাকায় যান তাঁরা। সেখানে চার যুবক কিশোরীকে ধর্ষণ করেন। পরে এ ঘটনায় ২০ মার্চ চারজনের নামে থানায় মামলা করে কিশোরীর পরিবার।
২১ মার্চ ভোরে জেলার বোয়ালখালী উপজেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন আনোয়ারার চাতরী ইউনিয়নের সিংহরা এলাকার পলাশ (২৬), শীপঙ্কর (২৭) ও চন্দন (২৫)। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তবে প্রধান আসামি রকি দত্ত (২০) পলাতক ছিলেন।
এদিকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় রকিকে গ্রেপ্তার করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ওই অভিযোগে ভিত্তিতে দুই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ‘আনোয়ারায় কিশোরী দলবদ্ধ ধর্ষণের ঘটনায় র্যাব খাগড়াছড়ি থেকে মামলার প্রধান আসামি রকি দত্তকে গ্রেপ্তার করেছে। মামলা ডিবি পুলিশের কাছে থাকায় আসামিকে তাঁদের কাছে হস্তান্তর করে।’
চট্টগ্রামের আনোয়ারায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি পলাতক রকি দত্ত (২০) গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, ‘আনোয়ারায় দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়া এক কিশোরীর পরিবারের দায়ের করা মামলায় পলাতক আসামি রকি দত্তকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
নুরুল আবছার আরও বলেন, ‘আনোয়ারা থানা-পুলিশ দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি পলাশ (২৬), শীপঙ্কর (২৭) ও চন্দনকে (২৫) গ্রেপ্তার করে। কিন্তু ধর্ষণের মূল পরিকল্পনাকারী রকি পলাতক থাকেন। তাঁকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় আমাদের একটি দল গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খাগড়াছড়ি মহিলা কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে রকিকে গ্রেপ্তার করে। তাঁকে আজ বুধবার বিকেলে থানায় হস্তান্তর করা হয়।’
গত ১৫ মার্চ দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে রকি দত্তের সঙ্গে সমুদ্রসৈকতে ঘুরতে যায় ওই কিশোরী। সেখান থেকে সন্ধ্যায় আনোয়ারার চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা ইছামতি কলাবাগান এলাকায় যান তাঁরা। সেখানে চার যুবক কিশোরীকে ধর্ষণ করেন। পরে এ ঘটনায় ২০ মার্চ চারজনের নামে থানায় মামলা করে কিশোরীর পরিবার।
২১ মার্চ ভোরে জেলার বোয়ালখালী উপজেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন আনোয়ারার চাতরী ইউনিয়নের সিংহরা এলাকার পলাশ (২৬), শীপঙ্কর (২৭) ও চন্দন (২৫)। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তবে প্রধান আসামি রকি দত্ত (২০) পলাতক ছিলেন।
এদিকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় রকিকে গ্রেপ্তার করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ওই অভিযোগে ভিত্তিতে দুই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ‘আনোয়ারায় কিশোরী দলবদ্ধ ধর্ষণের ঘটনায় র্যাব খাগড়াছড়ি থেকে মামলার প্রধান আসামি রকি দত্তকে গ্রেপ্তার করেছে। মামলা ডিবি পুলিশের কাছে থাকায় আসামিকে তাঁদের কাছে হস্তান্তর করে।’
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
৩৬ মিনিট আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১ ঘণ্টা আগে