Ajker Patrika

খাগড়াছড়িতে সাবেক এমপির বাড়ির সামনে ককটেল হামলার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৫: ৫৬
খাগড়াছড়িতে সাবেক এমপির বাড়ির সামনে ককটেল হামলার অভিযোগ


খাগড়াছড়িতে সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার বাড়ির সামনে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। ওয়াদুদ ভূইয়া বিএনপির কেন্দ্রীয় নেতা, খাগড়াছড়ি জেলা সভাপতি এবং সাবেক এমপি। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করা হয়েছে। 

গতকাল বুধবার রাত সাড়ে ১০টা দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে। 

এ নিয়ে জেলাব্যাপী বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে সন্ত্রাসীদের ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র অনুপস্থিত। বিভিন্নভাবে এই সরকার বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি-নির্যাতন চালিয়ে যাচ্ছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি হয়েছে। জেলা শহরের প্রাণকেন্দ্রে জনবহুল এলাকা কলাবাগানে আমার বাড়ির সামনে ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এসব করে ভয় দেখিয়ে তারা বিএনপির কার্যক্রম থামিয়ে দিতে চায়, যা তারা কোনো দিনই পারবে না।’ 

এ সময় সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছেন। অন্যথায়, বিএনপি কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত