Ajker Patrika

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হুমকির নিন্দা জানিয়েছে সিইউজে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হুমকির নিন্দা জানিয়েছে সিইউজে

আজকের পত্রিকার চট্টগ্রাম অফিসের নিজস্ব প্রতিবেদক সোহেল মার্মাসহ সাংবাদিকদের বিরুদ্ধে সংশ্লিষ্টদের মামলা ও হুমকির ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতারা। আজ শুক্রবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ধরনের ঘটনা মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি উল্লেখ করে তীব্র নিন্দা জানান। 

বিবৃতিতে তাঁরা বলেন, সম্প্রতি দৈনিক আমাদের সময়ে প্রকাশিত একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জেরে দায়ের করা একটি মামলায় সিইউজে সদস্য মো. মহিউদ্দিনকে আসামি করা হয়েছে। সিউজে সদস্য ও আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল মার্মা ও দ্য ডেইলি স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার এফ এম মিজানুর রহমান স্ব স্ব পত্রিকায় প্রকাশিত সংবাদের জেরে দেখে নেওয়ার হুমকি দেয় একটি মহল। 

সিইউজে নেতৃবৃন্দ বলেন, কারও ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক দ্বন্দ্বের মাঝে সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার অত্যন্ত দুঃখজনক। তাঁরা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনেকালে সাংবাদিকদের সঙ্গে যে কোনো ধরনের বিরূপ আচরণ থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত