রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় মীর হোসেন (২৬) নামে এক প্রবাসী যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
মৃত মীর হোসেন উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের পুরান পাটোয়ারি বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি কাতার প্রবাসী ছিলেন।
মৃতের স্ত্রী রোমানা বেগম বলেন, ‘মীর হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে আমার বিয়ে হয়। শুরু থেকেই আমার শ্বশুর, শাশুড়ি ও আত্মীয়স্বজনেরা আমাদের বিয়ে মেনে নেননি। এ বিষয় নিয়ে আমার স্বামী মীর হোসেনের সঙ্গে শ্বশুর-শাশুড়ির প্রায়ই মনোমালিন্য লেগেই থাকত। এমনকি আমাদের বিয়ের পর থেকে আমার শ্বশুর-শাশুড়ি বাড়ি থেকে চলে যান। তাঁরা আমার ননদের বাড়িতে থাকতে শুরু করেন।’
রোমানা বেগম আরও বলেন, ‘আজ ভোরে আমি ফজরের নামাজ পড়তে উঠি। নামাজ শেষে ঘরে ঢুকে দেখি আমার স্বামী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। এ সময় আমার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে রামগঞ্জ থানা-পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে আমার স্বামীর মরদেহ উদ্ধার করেছে।’
মৃতের আত্মীয় ও রামগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, ‘গত তিন মাস আগে মীর হোসেন কাতার থেকে দেশে ফিরে। দেশে ফিরে বাবা-মায়ের অমতে নিজের পছন্দের মেয়ে রোমানা বেগমকে বিয়ে করে। আমরা এ বিয়েতে রাজি ছিলাম না। এমনকি আমি বিয়েতেও যাইনি। পরে আজ সকালে খবর পাই সে আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে রামগঞ্জ থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় মীর হোসেন (২৬) নামে এক প্রবাসী যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
মৃত মীর হোসেন উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের পুরান পাটোয়ারি বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি কাতার প্রবাসী ছিলেন।
মৃতের স্ত্রী রোমানা বেগম বলেন, ‘মীর হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে আমার বিয়ে হয়। শুরু থেকেই আমার শ্বশুর, শাশুড়ি ও আত্মীয়স্বজনেরা আমাদের বিয়ে মেনে নেননি। এ বিষয় নিয়ে আমার স্বামী মীর হোসেনের সঙ্গে শ্বশুর-শাশুড়ির প্রায়ই মনোমালিন্য লেগেই থাকত। এমনকি আমাদের বিয়ের পর থেকে আমার শ্বশুর-শাশুড়ি বাড়ি থেকে চলে যান। তাঁরা আমার ননদের বাড়িতে থাকতে শুরু করেন।’
রোমানা বেগম আরও বলেন, ‘আজ ভোরে আমি ফজরের নামাজ পড়তে উঠি। নামাজ শেষে ঘরে ঢুকে দেখি আমার স্বামী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। এ সময় আমার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে রামগঞ্জ থানা-পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে আমার স্বামীর মরদেহ উদ্ধার করেছে।’
মৃতের আত্মীয় ও রামগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, ‘গত তিন মাস আগে মীর হোসেন কাতার থেকে দেশে ফিরে। দেশে ফিরে বাবা-মায়ের অমতে নিজের পছন্দের মেয়ে রোমানা বেগমকে বিয়ে করে। আমরা এ বিয়েতে রাজি ছিলাম না। এমনকি আমি বিয়েতেও যাইনি। পরে আজ সকালে খবর পাই সে আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে রামগঞ্জ থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ১ দফা দাবিতে অব্যাহত আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ ছাড়া বুয়েটের শিক্ষার্থীদের অনেকে #BUETiansStandWithKUETians হ্যাশট্যাগ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
৪ মিনিট আগেখুলনার ফুলতলায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে সুমন মোল্লা (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার জামিরা বাজারসংলগ্ন পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেকুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
২০ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
২২ মিনিট আগে