Ajker Patrika

প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
Thumbnail image

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় মীর হোসেন (২৬) নামে এক প্রবাসী যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

মৃত মীর হোসেন উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের পুরান পাটোয়ারি বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি কাতার প্রবাসী ছিলেন।

মৃতের স্ত্রী রোমানা বেগম বলেন, ‘মীর হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে আমার বিয়ে হয়। শুরু থেকেই আমার শ্বশুর, শাশুড়ি ও আত্মীয়স্বজনেরা আমাদের বিয়ে মেনে নেননি। এ বিষয় নিয়ে আমার স্বামী মীর হোসেনের সঙ্গে শ্বশুর-শাশুড়ির প্রায়ই মনোমালিন্য লেগেই থাকত। এমনকি আমাদের বিয়ের পর থেকে আমার শ্বশুর-শাশুড়ি বাড়ি থেকে চলে যান। তাঁরা আমার ননদের বাড়িতে থাকতে শুরু করেন।’ 

রোমানা বেগম আরও বলেন, ‘আজ ভোরে আমি ফজরের নামাজ পড়তে উঠি। নামাজ শেষে ঘরে ঢুকে দেখি আমার স্বামী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। এ সময় আমার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে রামগঞ্জ থানা-পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে আমার স্বামীর মরদেহ উদ্ধার করেছে।’ 

মৃতের আত্মীয় ও রামগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, ‘গত তিন মাস আগে মীর হোসেন কাতার থেকে দেশে ফিরে। দেশে ফিরে বাবা-মায়ের অমতে নিজের পছন্দের মেয়ে রোমানা বেগমকে বিয়ে করে। আমরা এ বিয়েতে রাজি ছিলাম না। এমনকি আমি বিয়েতেও যাইনি। পরে আজ সকালে খবর পাই সে আত্মহত্যা করেছে।’ 

এ বিষয়ে রামগঞ্জ থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত