Ajker Patrika

এতিমখানার সীমানা প্রাচীর ভাঙচুর, থানায় অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
এতিমখানার সীমানা প্রাচীর ভাঙচুর, থানায় অভিযোগ

পটিয়া পৌর সদরের আলম শাহ্ সড়ক এলাকায় পূর্ব শত্রুতার জেরে হাজী আবদুছ ছত্তার হেফজখানা ও এতিমখানার সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে ভাঙচুরের ঘটনাটি ঘটে। এ ঘটনায় রোববার রাতে হাজী আবুল কালাম বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া পৌর সদরের ৬ নং ওয়ার্ডের পাইকপাড়া বৈলতলী রোড আলম শাহ্ সড়কে প্রবাসী আবুল বশর তাঁর বাবার নামে হাজী আবদুছ ছত্তার জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। এ মসজিদের পাশে হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠার জন্য ভূমি ক্রয় করে ভূমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়।  

গত বছরের মার্চে হেফজখানা ও এতিমখানা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করে হেফজখানা ও এতিমখানা নির্মাণের জন্য টিনশেড দিয়ে প্রাথমিক কাজ শুরু করা হয়। কিছুদিন কাজ বন্ধ থাকার পর গত ডিসেম্বরে পুনরায় কাজ শুরু করলে পার্শ্ববর্তী ভূমি মালিক প্রবাসী মুসার স্ত্রী ফারজানা আক্তার লোকজন নিয়ে কাজে বাধা দেয় এবং যে কোন মুহূর্তে সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখলের হুমকি দেয়। এ ঘটনায় ১৮ ডিসেম্বর পটিয়া থানায় একটি জিডি করা হয়।  

হাজী আবদুছ ছত্তারের ছেলে মো. ফরিদ বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে শনিবার দিবাগত রাতে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী মসজিদের এতিমখানার সীমানা প্রাচীর ভাঙচুর করে। এ সময় তারা মসজিদের মুয়াজ্জিনের গলায় কিরিচ ধরে তাকে বের হতে দেয়নি। আমি খবর পেয়ে পটিয়া থানা-পুলিশকে খবর দিলে থানার উপপরিদর্শক মোরশেদ আলম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভাঙচুরকারীরা পালিয়ে যায়।’ 

এ ব্যাপারে পটিয়া থানার উপপরিদর্শক মোরশেদ আলম জানান, গভীর রাতে এতিমখানার সীমানা প্রাচীর ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভাঙচুরকারীরা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত