Ajker Patrika

তিনটি ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১২: ৩৫
তিনটি ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে মো. মিঠন মিয়া (২৪) নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গতকাল শুক্রবার রাতে উপজেলার বংপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় যুবকের কাছ থেকে দেশীয় তিনটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মিঠন মিয়া গোমস্তাপুর উপজেলার জগৎ গ্রামের আব্দুল লতিফের ছেলে। 

র‍্যাব-৫ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে, জেলার গোমস্তাপুর উপজেলার বংপুরের মুসা মার্চেন্ট মুরগির খামারের সামনে অভিযান চালানো হয়। র‍্যাব-৫-এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মিঠন মিয়াকে তিনটি অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত