চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহররক্ষা বাঁধের ৮ স্থানে অন্তত ১৬৫ মিটার সিসি ব্লক ধসে গেছে। দিনভর টানা বৃষ্টিপাত ও মেঘনা নদীর ঢেউয়ে গতকাল সোমবার বিকেলে এই ধসের ঘটনা ঘটে।
চাঁদপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘শহররক্ষা বাঁধের পুরান বাজার এলাকায় ৮টি স্থানে প্রায় ১৬৫ মিটার সিসি ব্লক ধসে নদীতে তলিয়ে গেছে। ভাঙন প্রতিরোধে আমাদের কাজ চলছে।’
জহিরুল ইসলাম আরও বলেন, ‘ধসের পরপরই পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ শুরু করে। এই কাজ অব্যাহত থাকবে।’
সরেজমিনে জানা গেছে, গতকাল সোমবার দুপুরের পর থেকে ঢেউয়ের তীব্রতা বাড়তে থাকে। পাশাপাশি টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কয়েক ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে থাকে তীরে। এতে জেলা শহরের পুরান বাজার হরিসভা মন্দির ও বাকালি পট্টি এলাকাসহ আট স্থানে ধস দেখা দিয়েছে।
এদিকে ভাঙনকবলিত স্থানে শ্রমিকেরা জিও টেক্সটাইল ব্যাগ ফেলছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তা এই কাজের তদারকি করেন।
ক্ষতিগ্রস্ত কার্তিক সাহা বলেন, ‘বর্ষা এলে প্রতিবছর নদীতে ভাঙন দেখা দেয়। ইতিমধ্যে অনেকেই বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। ভাঙন দেখা দিলে কর্মকর্তারা আসেন নদীতে বালুর বস্তা ফেলতে। আমরা স্থায়ী সমাধান চাই। এমন পরিস্থিতিতে আছি, রাতে বাড়িঘর টিকে কি না, খুব শঙ্কিত।’
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেন, ‘পুরান বাজার শহররক্ষা বাঁধে ভাঙনের খবর পেয়েছি। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের লোকজন ভাঙন রোধে কাজ শুরু করেছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করি বড় ধরনের কোনো সমস্যা হবে না।’
চাঁদপুর শহররক্ষা বাঁধের ৮ স্থানে অন্তত ১৬৫ মিটার সিসি ব্লক ধসে গেছে। দিনভর টানা বৃষ্টিপাত ও মেঘনা নদীর ঢেউয়ে গতকাল সোমবার বিকেলে এই ধসের ঘটনা ঘটে।
চাঁদপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘শহররক্ষা বাঁধের পুরান বাজার এলাকায় ৮টি স্থানে প্রায় ১৬৫ মিটার সিসি ব্লক ধসে নদীতে তলিয়ে গেছে। ভাঙন প্রতিরোধে আমাদের কাজ চলছে।’
জহিরুল ইসলাম আরও বলেন, ‘ধসের পরপরই পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ শুরু করে। এই কাজ অব্যাহত থাকবে।’
সরেজমিনে জানা গেছে, গতকাল সোমবার দুপুরের পর থেকে ঢেউয়ের তীব্রতা বাড়তে থাকে। পাশাপাশি টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কয়েক ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে থাকে তীরে। এতে জেলা শহরের পুরান বাজার হরিসভা মন্দির ও বাকালি পট্টি এলাকাসহ আট স্থানে ধস দেখা দিয়েছে।
এদিকে ভাঙনকবলিত স্থানে শ্রমিকেরা জিও টেক্সটাইল ব্যাগ ফেলছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তা এই কাজের তদারকি করেন।
ক্ষতিগ্রস্ত কার্তিক সাহা বলেন, ‘বর্ষা এলে প্রতিবছর নদীতে ভাঙন দেখা দেয়। ইতিমধ্যে অনেকেই বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। ভাঙন দেখা দিলে কর্মকর্তারা আসেন নদীতে বালুর বস্তা ফেলতে। আমরা স্থায়ী সমাধান চাই। এমন পরিস্থিতিতে আছি, রাতে বাড়িঘর টিকে কি না, খুব শঙ্কিত।’
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেন, ‘পুরান বাজার শহররক্ষা বাঁধে ভাঙনের খবর পেয়েছি। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের লোকজন ভাঙন রোধে কাজ শুরু করেছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করি বড় ধরনের কোনো সমস্যা হবে না।’
সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধরা। দুটি ইউনিয়ন পুনর্বহাল না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন তাঁরা। আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ শেষে এমন ঘোষণা দেওয়া হয়।
১৫ মিনিট আগেটেকনাফের সেন্ট মার্টিনে সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ বুধবার বিকেলে টেকনাফ পৌর বোট মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে।
১৭ মিনিট আগেসিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের ‘রগ কেটে’ দিয়েছে দুর্বৃত্তরা। লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামের পাশে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। তবে সংগঠনের কোনো নেতা-কর্মীর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে
১৯ মিনিট আগেকুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় কুড়িগ্রাম কারাগারে বন্দী থাকা সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
১ ঘণ্টা আগে