Ajker Patrika

চাঁবিপ্রবির উপাচার্য পদ থেকে অধ্যাপক নাছিম আখতারকে অব্যাহতি

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১১: ৪৬
চাঁবিপ্রবির উপাচার্য পদ থেকে অধ্যাপক নাছিম আখতারকে অব্যাহতি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করার স্বার্থে তাঁকে অব্যাহতি প্রদান করে মূল পদে যোগদানের অনুমতি দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা তাদের ওয়েবসাইটে উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। 

উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে গত ৫ আগস্টের পর থেকে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলন ও কর্মসূচিতে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষাকার্যক্রম। 

উল্লেখ্য, গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচি পালনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার স্থানীয় ছাত্রলীগের নেতাদের সঙ্গে নিয়ে বাধা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের হুমকি-ধমকি দেন বলে অভিযোগ আছে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তিনি বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর অস্থায়ী ক্যাম্পাস থেকে চলে যান। পরে ঢাকায় বসে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে আসছিলেন বলে শিক্ষকেরা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত