Ajker Patrika

একসঙ্গে তিন পুত্রের মা হলেন বেদেনা

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১: ৫০
একসঙ্গে তিন পুত্রের মা হলেন বেদেনা

ব্রাহ্মণবাড়িয়ায় এক সঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বেদেনা আক্তার (৩২) নামে এক প্রসূতি। আজ সোমবার বিকেলে বসুন্ধরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. খোকন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন। 

প্রসূতি বেদেনা আক্তার জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়ার নুর ইসলামের স্ত্রী। ওই দম্পতির আরও চারটি সন্তান রয়েছে। 

চিকিৎসক খোকন দেবনাথ জানান, গত রোববার রাত সাড়ে ১১টায় হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি তিনটি পুত্র সন্তানের জন্ম দেন। ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী চিকিৎসক ও কনসালট্যান্ট আইরিন হক ওই প্রসূতির সিজারিয়ান অপারেশন করান। জন্ম নেওয়া তিনটি শিশুর মধ্যে দুটি শিশু ও তাদের মা সুস্থ আছেন তবে একটি শিশুর অবস্থা তেমন ভালো নয়। 

খোকন দেবনাথ আরও বলেন, জন্ম নেওয়া শিশু তিনটি যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের। জন্ম নেওয়া তিনটি শিশুর ওজন কম হওয়ায় তাঁদেরকে ইনকিউবেটর (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে) রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

চীনের সহায়তায় বিদ্রোহীদের কাছে হারানো অঞ্চল আবার দখলে নিচ্ছে মিয়ানমার

এলাকার খবর
Loading...