Ajker Patrika

বগুড়ায় ডিবি পরিচয়ে চাঁদাবাজি, নারীসহ যুবক কারাগারে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নারীসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাবালা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন আমিনুর রহমান নামের এক ভুক্তভোগী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাব্বত নন্দীপুর গ্রামের রবিউল ইসলাম ডপিন (৩০) এবং দিনাজপুর সদর থানার শুরি বলতর গ্রামের সুমি আক্তার (২৬)।

মামলার বাদী জানান, ‘সুমি আক্তার আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সম্পর্ক করে। গতকাল মঙ্গলবার সুমি ও রবিউল কৌশলে আমাকে শিবগঞ্জের মহাবালা এলাকায় ডেকে আনে। সেখানে সুমি ও আমি দেখা করতে গেলে রবিউল একটি ওয়্যারলেস বের করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার কাছ থেকে চাঁদা দাবি করে। এ সময় সে আমাকে বলে, টাকা না দিলে তোকে গ্রেপ্তার করব। এমতাবস্থায় আমি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে রবিউল ও সুমিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।’

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এয়ারক্র্যাফট দাঁড়াল ২৫টিতে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

আজকের রাশিফল: আপন গোপন তথ্য সামলে রাখুন, প্রচুর ভালোবাসুন

গাজায় যুদ্ধবিরতি ভেঙে এক দিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

ঝালকাঠিতে পদ স্থগিত নেতাদের নিয়ে কেন্দ্রীয় নেতার সভা: দলে ক্ষোভ ও বিভক্তি বাড়ছে

এলাকার খবর
Loading...