আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে কায়সার আলী (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কায়সার আলী অন্তাহার গ্রামের মৃত গরীবুল্লাহ প্রামাণিকের ছেলে। লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মইনুদ্দীন।
অন্তাহার গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘কায়সার আলী একজন নিরীহ প্রকৃতির মানুষ। তিনি রাতের বেলা গ্রামে ঘুরে ঘুরে আম ও বিভিন্ন ফল কুড়াতেন। গতকাল বুধবার রাতেও তিনি আম কুড়ানোর জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।’
জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আজ ভোরে অন্তাহার গ্রামের দক্ষিণপাড়া মসজিদের ইমাম আব্দুস সামাদ ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় মসজিদের পাশে কায়সার আলীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে তিনি এই বিষয় গ্রামবাসীকে জানান। গ্রামের লোকজন দ্রুত আদমদীঘি থানায় এ বিষয় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
ওসি মইনুদ্দীন বলেন, ‘লাশের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বগুড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা ওই গ্রামের বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন।’
বগুড়ার আদমদীঘিতে কায়সার আলী (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কায়সার আলী অন্তাহার গ্রামের মৃত গরীবুল্লাহ প্রামাণিকের ছেলে। লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মইনুদ্দীন।
অন্তাহার গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘কায়সার আলী একজন নিরীহ প্রকৃতির মানুষ। তিনি রাতের বেলা গ্রামে ঘুরে ঘুরে আম ও বিভিন্ন ফল কুড়াতেন। গতকাল বুধবার রাতেও তিনি আম কুড়ানোর জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।’
জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আজ ভোরে অন্তাহার গ্রামের দক্ষিণপাড়া মসজিদের ইমাম আব্দুস সামাদ ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় মসজিদের পাশে কায়সার আলীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে তিনি এই বিষয় গ্রামবাসীকে জানান। গ্রামের লোকজন দ্রুত আদমদীঘি থানায় এ বিষয় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
ওসি মইনুদ্দীন বলেন, ‘লাশের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বগুড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা ওই গ্রামের বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন।’
বরিশাল জিলা স্কুলের নতুন প্রধান শিক্ষক হলেন মুহাম্মদ নুরুল ইসলাম। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
৯ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। নিহত শিশুরা সবাই চাচাতো-ফুফাতো ভাই-বোন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেসিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডারমোড় এলাকা থেকে ৪৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ রঞ্জু আহমেদ (৪০) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১২। আটক রঞ্জু সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামের মৃত আফের প্রামাণিকের ছেলে।
২৮ মিনিট আগেচাঁদপুর জেলা প্রশাসন, পৌর প্রশাসক, পুলিশ প্রশাসনসহ অংশীজনদের নিয়ে শহরের যানবাহন চলাচলে আটটি নিয়ম বেঁধে দেওয়া হয়। কিন্তু এ নিয়ম মানতে নারাজ অটোরিকশা, অটোবাইকসহ অন্যান্য যানবাহনের চালকেরা। তাঁরা শহরের প্রবেশমুখে যানবাহন বন্ধ করে বিক্ষোভ করেন। যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ যানজটের কারণে সকাল ১০টা
১ ঘণ্টা আগে