পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাটে সেতু নির্মাণের দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাউফল উন্নয়ন ফোরাম ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রেল মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে বেলা ৩টার দিকে তাঁরা এই সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আজকে উপদেষ্টা মহোদয় আমাদের জানিয়েছেন যে সাম্প্রতিক সময়ে চীনা সরকারের প্রতিনিধিদল স্থানীয়ভাবে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছে। সড়ক ও জনপথ অধিদপ্তর ডিপিপি প্রণয়ন কাজ করছে। সরকারের পক্ষ থেকে এটি শুরু করা হয়েছে। ইতিমধ্যে জমি অধিগ্রহণের জন্য বরিশালের সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের অবহিত করেছেন। নবম চীন-মৈত্রী সেতু হিসেবে বগা সেতুর কাজ করবে চীন। সে জন্য চীন সরকারকেও আমরা ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘আমাদের আজকের মূল অ্যাজেন্ডা ছিল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা সেতু বাস্তবায়নের জন্য আমরা আজ এখানে এসেছি। চারটি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই সেতু। ঢাকাসহ জাতীয় সড়কের সঙ্গে বাউফলসহ অন্য উপজেলার মানুষের যাতায়াতে ফেরিতে দুর্ভোগ পোহাতে হয়। প্রতিদিন হাজারো যানবাহন ও হাজারো যাত্রীর ভোগান্তির একমাত্র কারণ এই বগা ফেরি। শুধু এই ফেরির কারণে চিকিৎসা ব্যাহত হয়ে মৃত্যুর অনেক ঘটনা ঘটেছে। এ ছাড়া কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারেন না। ফলে ন্যায্যমূল্য থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থী-চাকরিজীবীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন। যার ফলে শিক্ষা ও সরকারি কার্যক্রম ব্যাহত হয়। এমনকি ব্যাংকিং সেক্টরেও অনিরাপত্তায় ভোগে।’
পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাটে সেতু নির্মাণের দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাউফল উন্নয়ন ফোরাম ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রেল মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে বেলা ৩টার দিকে তাঁরা এই সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আজকে উপদেষ্টা মহোদয় আমাদের জানিয়েছেন যে সাম্প্রতিক সময়ে চীনা সরকারের প্রতিনিধিদল স্থানীয়ভাবে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছে। সড়ক ও জনপথ অধিদপ্তর ডিপিপি প্রণয়ন কাজ করছে। সরকারের পক্ষ থেকে এটি শুরু করা হয়েছে। ইতিমধ্যে জমি অধিগ্রহণের জন্য বরিশালের সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের অবহিত করেছেন। নবম চীন-মৈত্রী সেতু হিসেবে বগা সেতুর কাজ করবে চীন। সে জন্য চীন সরকারকেও আমরা ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘আমাদের আজকের মূল অ্যাজেন্ডা ছিল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা সেতু বাস্তবায়নের জন্য আমরা আজ এখানে এসেছি। চারটি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই সেতু। ঢাকাসহ জাতীয় সড়কের সঙ্গে বাউফলসহ অন্য উপজেলার মানুষের যাতায়াতে ফেরিতে দুর্ভোগ পোহাতে হয়। প্রতিদিন হাজারো যানবাহন ও হাজারো যাত্রীর ভোগান্তির একমাত্র কারণ এই বগা ফেরি। শুধু এই ফেরির কারণে চিকিৎসা ব্যাহত হয়ে মৃত্যুর অনেক ঘটনা ঘটেছে। এ ছাড়া কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারেন না। ফলে ন্যায্যমূল্য থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থী-চাকরিজীবীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন। যার ফলে শিক্ষা ও সরকারি কার্যক্রম ব্যাহত হয়। এমনকি ব্যাংকিং সেক্টরেও অনিরাপত্তায় ভোগে।’
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
১৬ মিনিট আগেখুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
৩১ মিনিট আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে