Ajker Patrika

বরিশালে বোমাসাদৃশ বস্তু দেখে আতঙ্ক, উদ্ধারে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ১১
বরিশালে বোমাসাদৃশ বস্তু দেখে আতঙ্ক, উদ্ধারে সেনাবাহিনী

বরিশাল নগরের নিউ সার্কুলার রোডে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পাওয়ায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ সোমবার সকালে মেইল প্রসেসিং সেন্টারের পরিচ্ছন্নতাকর্মী ঘাস কাটতে গিয়ে এটি  দেখতে পান। 

মেট্রোপলিটন পুলিশ সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, এটি শক্তিশালী তাজা বোমা হতে পারে। এ ঘটনার পর দুপুর থেকে আশপাশের স্থাপনার মানুষ সরিয়ে জায়গাটি ঘিরে রেখেছেন সেনাসদস্যরা। 

ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের পরিচ্ছন্নতাকর্মী জনী হেলা আজকের পত্রিকাকে জানান, সকাল ৯টায় তিনি ঘাস কাটতে গিয়ে বস্তুটি দেখেন। হিন্দি সিনেমা দেখে বুঝতে পারেন যে এটা একটি বোমা। এরপর মেইল প্রসেসিং সেন্টারের পরিদর্শক মো. রিয়াজ হাওলাদার ৯৯৯ এ ফোন দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চান। 

বরিশাল নগরের নিউ সার্কুলার রোডে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে বোমাসদৃশ বস্তুটি পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকাবরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি ফারুক হোসেন বলেন, ‘সেনাবাহিনীর মেজর রাশেদ ঘটনাস্থলে গিয়ে ওই বস্তুটি অরিজিনাল বোমা হতে পারে বলে ধারণা করছেন। এটি ধ্বংস করতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট আসছে।’ 

এদিকে সেনাবাহিনীর বরিশাল মহানগরের দায়িত্বপ্রাপ্ত মেজর রাশেদ বেলা পৌনে ১টায় ঘটনাস্থলে গিয়ে আশপাশ ঘিরে ফেলার নির্দেশ দিয়েছেন। বর্তমানে ওই এলাকা ঘিরে রেখেছে সেনাসদস্যরা। যদিও সেখানে ভিড় করছে উৎসুক জনতা।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত