মুলাদি (বরিশাল) প্রতিনিধি
দেশের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। একটি মহল নিজেদের স্বার্থের জন্য দেশে-বিদেশে সরকারের নামে বিভিন্ন অপপ্রচার করছে। সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে।
আজ শুক্রবার বিকেলে মুলাদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। সবাইকে এই কাজে সহযোগিতা করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারি কর্মকর্তাদের দ্রুতগতিতে কাজ করতে হবে এবং গতানুগতিক কাজের ধারা বাদ দিয়ে ভিন্নতা আনতে হবে। এ ছাড়া দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল বারী, উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, মুলাদি পৌর মেয়র শফিক উজ্জামার রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মানইল আহসান সবুজ, মুলাদি সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, গাছুয়া ইউণিয়ন চেয়ারম্যান মো. জসিম উদ্দীন ব্যাপারী।
গত ৩ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দেন মো. মাহবুব হোসেন। তিনি মুলাদী উপজেলার পৌর এলাকার ছোট পাতারচর গ্রামের সন্তান। আজ তিনি মুলাদি উপজেলায় সফর করেন এবং সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মুলাদী-বরিশাল সড়কের মীরগঞ্জে সেতু নির্মাণে কাজ করার আশ্বাস দেন।
দেশের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। একটি মহল নিজেদের স্বার্থের জন্য দেশে-বিদেশে সরকারের নামে বিভিন্ন অপপ্রচার করছে। সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে।
আজ শুক্রবার বিকেলে মুলাদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। সবাইকে এই কাজে সহযোগিতা করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারি কর্মকর্তাদের দ্রুতগতিতে কাজ করতে হবে এবং গতানুগতিক কাজের ধারা বাদ দিয়ে ভিন্নতা আনতে হবে। এ ছাড়া দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল বারী, উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, মুলাদি পৌর মেয়র শফিক উজ্জামার রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মানইল আহসান সবুজ, মুলাদি সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, গাছুয়া ইউণিয়ন চেয়ারম্যান মো. জসিম উদ্দীন ব্যাপারী।
গত ৩ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দেন মো. মাহবুব হোসেন। তিনি মুলাদী উপজেলার পৌর এলাকার ছোট পাতারচর গ্রামের সন্তান। আজ তিনি মুলাদি উপজেলায় সফর করেন এবং সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মুলাদী-বরিশাল সড়কের মীরগঞ্জে সেতু নির্মাণে কাজ করার আশ্বাস দেন।
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাঁকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।
১১ মিনিট আগে‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
১৯ মিনিট আগেআবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১ ঘণ্টা আগে