Ajker Patrika

পায়রা বন্দরের টার্মিনালের জেটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০১: ৩৩
Thumbnail image

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে নদীতে পড়ে মাথায় আঘাত পেয়ে সাইফুল হাওলাদার (৩৪) নামে এক শ্রমিক মারা গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ওই ইউনিয়নের মাঝের হাওলা গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে। সে পায়রা বন্দরের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নার সিসিইসিসির সাব ঠিকাদারী প্রতিষ্ঠান হুনানে কর্মরত ছিল। 

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেষ বিকেলে প্রথম টার্মিনালের জেটিতে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিল সাইফুল। এ সময় সে পা ফসকে রাবনাবাদ নদীতে পড়ে জেটির অ্যাঙ্গেল কিংবা রডের সঙ্গে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ডুবে যায়। পরে অন্য শ্রমিক ও পায়রা বন্দরের ডুবুরি দল তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত