Ajker Patrika

ভূয়া এনজিও দিয়ে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ: পটুয়াখালীতে এমপি প্রার্থীর বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি
ভূয়া এনজিও দিয়ে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ: পটুয়াখালীতে এমপি প্রার্থীর বিরুদ্ধে মামলা

পটুয়াখালীতে ভুঁইফোড় এনজিওর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে নাসির উদ্দিন তালুকদার নামের এক সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে। 

এ অভিযোগে বৃহস্পতিবার সকালে নাসির উদ্দিন তালুকদার ও তাঁর পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের সাইফুল্লাহ নামের এক ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। আর এই মামলায় সাক্ষী করা হয়েছে ১৩ জনকে। এদিকে আদালতের বিচারক মো. আশিকুর রহমান মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। 

অভিযুক্ত আসামির নাম মো. নাসির উদ্দিন তালুকদার। তিনি পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ও এ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের প্রধান প্রতিদ্বন্দ্বী। 

এছাড়া মামলায় আসামি করা হয়েছে নাসির উদ্দিন তালুকদারের মামা মো. মোস্তফা জামান, তাঁর চাচা আব্দুল হাই তালুকদার, তাঁর স্ত্রী লাইজু পারভীন ও তাঁর খালু এনায়েত হোসেন এবং তাঁর স্যালিকা কাকলিকে। 

মামলা সূত্রে জানা যায়, নাসির উদ্দীন নিজের পরিবারের সদস্যদের নিয়ে ২০০২ সালে জনকর্ম সহায়ক সোসাইটি (জনক) নামে একটি নামসর্বস্ব ক্ষুদ্র ঋণ কার্যক্রম এনজিও প্রতিষ্ঠা করেন। আর এতে তিনি সাধারণ সম্পাদক ও তাঁর মামা মো. মোস্তফা জামানকে সভাপতি করে পটুয়াখালী পৌরসভার ২ নং ওয়ার্ডে জাকিয়া মঞ্জিলে জাঁকজমকপূর্ণ অফিস নিয়ে দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষের প্রায় কোটি টাকা গ্রহণ করে। তবে এর কিছুদিন পরেই নাসির উদ্দীন আত্মগোপনে চলে। পরে নাসির উদ্দীন ২০১২ সালের জুলাই মাসের ৫ তারিখে ভুক্তভোগীদের প্রায় ৩৬ লাখ টাকা ফেরত দেওয়ার জন্য নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার করে আবার আত্মগোপনে চলে যায়। 

পরে গত ২৫ তারিখ নাসির উদ্দীন তালুকদার জৈনকাঠি এলাকার চন্দনবাড়িয়ায় নির্বাচনী প্রচারণা গেলে ভুক্তভোগীরা টাকা পয়সার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ করলে, সুকৌশলে পালিয়ে আসে। আর এতে নাসির উদ্দীন তালুকদারকে না পেয়ে আদালতে আজ মামলা করেন। 

এ বিষয়ে জানতে চাইলে বাদী পক্ষের আইনজীবী ফোরকান রতন বলেন, ‘নাসির উদ্দিন তালুকদারের বিরুদ্ধে ভুক্তভোগীরা বিচারক আশিকুর রহমানের আদালতে মামলা করলে তিনি মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন।’ 

এদিকে আজ দুপুরের দিকে আদালত প্রাঙ্গণ জেলা আইনজীবী সমিতির সামনে নাসির উদ্দিন হাওলাদার ও তাঁর পরিবারের সদস্যদের বিচার চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ও মামলার বাদী সাইফুল্লাহ, ভুক্তভোগী পাখি আক্তার, রুহুল আমিন, জাহানুর বেগম ও শাহিনুর বেগম। 

এ সময় বক্তারা বলেন, নাসির উদ্দীন তালুকদারের নির্দিষ্ট কোনো পেশা নেই। সে বিভিন্ন এলাকায় গিয়ে আশ্রয় নিয়ে স্থানীয় মানুষের মধ্যে বিশ্বাস স্থাপন ও সম্পর্ক গড়ে তুলে। তারপর সেখানকার মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপন করে। প্রতারণার টাকায় একজন ভোটে দাঁড়াবে, আর মানুষ তাকে ভোট দেবে, তা হতে পারে না। 

তবে অভিযুক্ত নাসির উদ্দিন তালুকদার তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যারা টাকা দাবি করছে তারা আমার সমিতিতে চাকরি করেছে। এবং 
আমি সমিতি বন্ধ করে দিছি ১৫ বছর আগে, আর এখন বিশ বছর পরে এসে টাকা চাচ্ছে কেন, এত দিন কোথায় ছিল।’ 

নাসির উদ্দিন বলেন, ‘আমি নির্বাচন করছি তাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কৌশল করে একটি গ্রুপ দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নির্বাচনের পর আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত