কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে গতকাল মঙ্গলবার দুপুর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে আজ বুধবার ভোর থেকে উপকূলজুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে সাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তার ওপর আজ সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
এদিকে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে।
আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলায় ৩৯.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই গতকাল মঙ্গলবার দুপুর থেকে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তা ছাড়া সব ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আলীপুর কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, বিরূপ আবহাওয়ার কারণে অধিকাংশ মাছ ধরার ট্রলার শিববাড়িয়া নদীর পোতাশ্রয়ে নোঙর করলেও কিছু ট্রলার এখনো সমুদ্রে রয়ে গেছে।
এদিকে বর্তমান পরিস্থিতিতে শহর থেকে গ্রামাঞ্চলে একধরনের স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কলাপাড়া পৌর শহরের ষাটোর্ধ্ব অটোচালক মাহাবুব মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী নেই। কিন্তু আমরা তো ঘরে বসে থাকতে পারি না। ঘরে বসে থাকলে আমাদের না খেয়ে থাকতে হবে। আমাদের দুঃখ কেউ দেখে না। বৃষ্টিতে ভিজে ১টা খেপ নিয়ে ৫ টাকা বেশি চাইলে দিতে চায় না।’
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী আজকের পত্রিকাকে বলেন, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উপকূলে তীব্র বাতাস ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে গতকাল মঙ্গলবার দুপুর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে আজ বুধবার ভোর থেকে উপকূলজুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে সাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তার ওপর আজ সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
এদিকে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে।
আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলায় ৩৯.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই গতকাল মঙ্গলবার দুপুর থেকে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তা ছাড়া সব ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আলীপুর কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, বিরূপ আবহাওয়ার কারণে অধিকাংশ মাছ ধরার ট্রলার শিববাড়িয়া নদীর পোতাশ্রয়ে নোঙর করলেও কিছু ট্রলার এখনো সমুদ্রে রয়ে গেছে।
এদিকে বর্তমান পরিস্থিতিতে শহর থেকে গ্রামাঞ্চলে একধরনের স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কলাপাড়া পৌর শহরের ষাটোর্ধ্ব অটোচালক মাহাবুব মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী নেই। কিন্তু আমরা তো ঘরে বসে থাকতে পারি না। ঘরে বসে থাকলে আমাদের না খেয়ে থাকতে হবে। আমাদের দুঃখ কেউ দেখে না। বৃষ্টিতে ভিজে ১টা খেপ নিয়ে ৫ টাকা বেশি চাইলে দিতে চায় না।’
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী আজকের পত্রিকাকে বলেন, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উপকূলে তীব্র বাতাস ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটে আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ২টার দিকে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
১০ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১৩ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
২৬ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
২৮ মিনিট আগে