Ajker Patrika

আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৪: ৪১
Thumbnail image

বরিশালের আগৈলঝাড়ায় চন্দ্রা ব্যাপারী নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত ছাত্রী ওই গ্রামের সুভাষ ব্যাপারীর মেয়ে ও শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল চন্দ্রার। প্রেমিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে নিষেধ করে। এর পরও ফোনে কথা বলায় বাবা তাকে বকা দেন। এ নিয়ে পরিবারের সঙ্গে চন্দ্রার ঝগড়া হয়। এ ঘটনার জেরে গতকাল রাত ৯টায় চন্দ্রা পরিবারের সঙ্গে অভিমান করে ঘরের পাশের আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ওসি আরও বলেন, পরিবারের লোকজন উদ্ধার করে চন্দ্রাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রায়হান আলম তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত