আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া হাসপাতালে চিকিৎসকের সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার এই হাসপাতালে নানা সমস্যা ছাড়াও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় মানসম্মত স্বাস্থ্যসেবা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন সেবাগ্রহীতারা।
সেবাপ্রার্থীদের অভিযোগ, হাসপাতালের সব সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পরও সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যুগের পর যুগ হাসপাতালে চিকিৎসকের পদ শূন্য থাকলেও দেওয়া হয়নি কোনো চিকিৎসক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলা ছাড়াও পাশের গৌরনদী উপজেলার পশ্চিমাংশ, উজিরপুর উপজেলার উত্তরাংশ ও কোটালীপাড়া উপজেলার পূর্বাংশের লোকজন মিলে অন্তত পাঁচ লক্ষাধিক লোকের চিকিৎসাসেবা দিতে হচ্ছে এই হাসপাতালকে। ১৯৭২ সালে উপজেলার গৈলা এলাকায় ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়। এরপর ২০০৪ সালে ৩১ থেকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়।
হাসপাতালটিতে চিকিৎসকের পদ রয়েছে ২১টি। এ ছাড়া পাঁচটি ইউনিয়নের স্বাস্থ্যসেবাকেন্দ্রের (সাব-সেন্টার) দায়িত্বে থাকার কথা পাঁচজন চিকিৎসকের। সব মিলিয়ে উপজেলায় মোট ২৬ জন চিকিৎসকের পদ থাকলেও ইউনিয়নের স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোতে নেই কোনো চিকিৎসক। আর হাসপাতালে ২১টি চিকিৎসক পদের বিপরীতে রয়েছেন মাত্র ছয়জন।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের প্রধান ইউএইচএএফপিও সব সময় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন। ফলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শিশির কুমার গাইনসহ কয়েকজনের ওপর নির্ভর করে চলছে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম। চিকিৎসকের সংকটে পাঁচটি ইউনিয়নের সাব-সেন্টারগুলোতে চিকিৎসা নিতে পারছে না রোগীরা। চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
সার্বিক বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডাক্তারের জন্য জানানো হয়েছে। নিয়োগ দেওয়া হলে হাসপাতালে আর ডাক্তারের সংকট থাকবে না।
বরিশালের আগৈলঝাড়া হাসপাতালে চিকিৎসকের সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার এই হাসপাতালে নানা সমস্যা ছাড়াও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় মানসম্মত স্বাস্থ্যসেবা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন সেবাগ্রহীতারা।
সেবাপ্রার্থীদের অভিযোগ, হাসপাতালের সব সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পরও সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যুগের পর যুগ হাসপাতালে চিকিৎসকের পদ শূন্য থাকলেও দেওয়া হয়নি কোনো চিকিৎসক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলা ছাড়াও পাশের গৌরনদী উপজেলার পশ্চিমাংশ, উজিরপুর উপজেলার উত্তরাংশ ও কোটালীপাড়া উপজেলার পূর্বাংশের লোকজন মিলে অন্তত পাঁচ লক্ষাধিক লোকের চিকিৎসাসেবা দিতে হচ্ছে এই হাসপাতালকে। ১৯৭২ সালে উপজেলার গৈলা এলাকায় ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়। এরপর ২০০৪ সালে ৩১ থেকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়।
হাসপাতালটিতে চিকিৎসকের পদ রয়েছে ২১টি। এ ছাড়া পাঁচটি ইউনিয়নের স্বাস্থ্যসেবাকেন্দ্রের (সাব-সেন্টার) দায়িত্বে থাকার কথা পাঁচজন চিকিৎসকের। সব মিলিয়ে উপজেলায় মোট ২৬ জন চিকিৎসকের পদ থাকলেও ইউনিয়নের স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোতে নেই কোনো চিকিৎসক। আর হাসপাতালে ২১টি চিকিৎসক পদের বিপরীতে রয়েছেন মাত্র ছয়জন।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের প্রধান ইউএইচএএফপিও সব সময় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন। ফলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শিশির কুমার গাইনসহ কয়েকজনের ওপর নির্ভর করে চলছে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম। চিকিৎসকের সংকটে পাঁচটি ইউনিয়নের সাব-সেন্টারগুলোতে চিকিৎসা নিতে পারছে না রোগীরা। চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
সার্বিক বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডাক্তারের জন্য জানানো হয়েছে। নিয়োগ দেওয়া হলে হাসপাতালে আর ডাক্তারের সংকট থাকবে না।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতির সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়ন
২৩ মিনিট আগেগত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১টি চায়নিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চায়নিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।
২৮ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডিওর্ন ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
৩৮ মিনিট আগেসামনে জাতীয় নির্বাচন, একে সামনে রেখে এখন থেকে আপনাকে সারাদেশে অবহেলিত বঞ্চিত নির্যাতিত নেতাকর্মীদের সাথে আলোচনা করে দলকে ঐক্যবদ্ধ করতে হবে, তা না হলে আগামী জাতীয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত আমাদেরকে বড় ধরনের মাসুল দিতে হতে পারে। তাই আপনার কাছে একটা বিশেষ অনুরোধ আপনি যত দ্রুত সম্ভব সারা দেশ
১ ঘণ্টা আগে