কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বসন্তবরণ আর বিশ্ব ভালোবাসা দিবসের ছোঁয়া লেগেছে সাগরকন্যা খ্যাত পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতে। দিবসটি উদ্যাপনে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক।
আজ মঙ্গলবার সৈকতে গিয়ে দেখা গেছে, বসন্তের হিমেল হাওয়া পর্যটকদের আনন্দ-উন্মাদনায় পুরো সৈকতে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটাসহ সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলে দিনটি উপভোগ করছেন আগত পর্যটকেরা। অনেকে আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে।
এদিকে কুয়াকাটার অন্যান্য পর্যটন স্পটেও রয়েছে পর্যটকদের উপস্থিতি। এদিন বাহারি রঙের ফুলের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তাই আগত পর্যটকদের প্রত্যেকে বিভিন্ন রংবেরঙের ফুলে সজ্জিত হতে দেখা গেছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ, থানার পুলিশ ও নৌ-পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা।
সকাল থেকেই লেম্বুরবন, শুঁটকিপল্লি, ঝাউবন, ইলিশ পার্ক, লাল কাঁকড়া, মিশ্রিপাড়া মন্দিরসহ দর্শনীয় স্পটগুলো পর্যটকদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। আর এই পর্যটকদের মধ্যে বেশির ভাগই ছিল নবদম্পতি।
লালমনিরহাট থেকে আসা নবদম্পতি পায়েল-আবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ে হয়েছে দেড় মাস, তাই হানিমুনের উদ্দেশে এখানে এসেছি। দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছি, অনেক আনন্দ হয়েছে।’
ঢাকা থেকে আসা মুনমুন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের সঙ্গে ভালোবাসা দিবস ও বসন্ত উদ্যাপন করতে এসেছি। পর্যটকদের উপস্থিতিতে বেশ ভালো সময় কাটাচ্ছি।’
কুয়াকাটা পায়রা হোটেলের স্বত্বাধিকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে জানান, মঙ্গলবার সকাল থেকেই উল্লেখযোগ্য পর্যটকদের উপস্থিতিতে বেচাবিক্রি ভালো হচ্ছে।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘সপ্তাহের মঙ্গলবার আসলে তেমন পর্যটক থাকে না। তবে বিগত দিনের তুলনায় আজ পর্যটক অনেক বেশি। আমাদের কিছু হোটেল বুকিং রয়েছে। বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষেই পর্যটকেরা কুয়াকাটায় ছুটে এসেছেন।’
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘বসন্তবরণ উপলক্ষে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম রয়েছে। আমরা পর্যটকদের নিরাপত্তা দিতে বিভিন্ন স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এ ছাড়া মাঠে আমাদের টহল টিম রয়েছে।’
বসন্তবরণ আর বিশ্ব ভালোবাসা দিবসের ছোঁয়া লেগেছে সাগরকন্যা খ্যাত পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতে। দিবসটি উদ্যাপনে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক।
আজ মঙ্গলবার সৈকতে গিয়ে দেখা গেছে, বসন্তের হিমেল হাওয়া পর্যটকদের আনন্দ-উন্মাদনায় পুরো সৈকতে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটাসহ সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলে দিনটি উপভোগ করছেন আগত পর্যটকেরা। অনেকে আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে।
এদিকে কুয়াকাটার অন্যান্য পর্যটন স্পটেও রয়েছে পর্যটকদের উপস্থিতি। এদিন বাহারি রঙের ফুলের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তাই আগত পর্যটকদের প্রত্যেকে বিভিন্ন রংবেরঙের ফুলে সজ্জিত হতে দেখা গেছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ, থানার পুলিশ ও নৌ-পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা।
সকাল থেকেই লেম্বুরবন, শুঁটকিপল্লি, ঝাউবন, ইলিশ পার্ক, লাল কাঁকড়া, মিশ্রিপাড়া মন্দিরসহ দর্শনীয় স্পটগুলো পর্যটকদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। আর এই পর্যটকদের মধ্যে বেশির ভাগই ছিল নবদম্পতি।
লালমনিরহাট থেকে আসা নবদম্পতি পায়েল-আবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ে হয়েছে দেড় মাস, তাই হানিমুনের উদ্দেশে এখানে এসেছি। দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছি, অনেক আনন্দ হয়েছে।’
ঢাকা থেকে আসা মুনমুন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের সঙ্গে ভালোবাসা দিবস ও বসন্ত উদ্যাপন করতে এসেছি। পর্যটকদের উপস্থিতিতে বেশ ভালো সময় কাটাচ্ছি।’
কুয়াকাটা পায়রা হোটেলের স্বত্বাধিকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে জানান, মঙ্গলবার সকাল থেকেই উল্লেখযোগ্য পর্যটকদের উপস্থিতিতে বেচাবিক্রি ভালো হচ্ছে।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘সপ্তাহের মঙ্গলবার আসলে তেমন পর্যটক থাকে না। তবে বিগত দিনের তুলনায় আজ পর্যটক অনেক বেশি। আমাদের কিছু হোটেল বুকিং রয়েছে। বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষেই পর্যটকেরা কুয়াকাটায় ছুটে এসেছেন।’
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘বসন্তবরণ উপলক্ষে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম রয়েছে। আমরা পর্যটকদের নিরাপত্তা দিতে বিভিন্ন স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এ ছাড়া মাঠে আমাদের টহল টিম রয়েছে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে