নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে মাদ্রাসার শিশু ছাত্রদের ধর্ষণের অভিযোগ উঠেছে বেল্লাল হোসেন নামের এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যার পরে অভিভাবকেরা মাদ্রাসার সামনে জড়ো হয়ে ওই শিক্ষকের বিচারের দাবি তোলেন।
উপজেলার মাগুরা ছালেহিয়া ফোরকানিয়া হাফিজিয়া দ্বিনীয়া মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শিশু ছাত্রদের টার্গেট করে বলাৎকার করতেন তিনি। মধ্যরাতে যখন মাদ্রাসার শিশু ছাত্ররা গভীর ঘুমে আচ্ছন্ন থাকত, তখন ভয় দেখিয়ে ধর্ষণ করতেন এই শিক্ষক।
ভুক্তভোগী শিশুরা শিক্ষক বেল্লালের নিয়মিত যৌন নিপীড়ন সইতে না পেরে অভিভাবকদের জানায়। গতকাল সন্ধ্যার পরে অভিভাবকেরা ওই শিক্ষকের বিচারের দাবি তোলেন। এ ঘটনায় ওই শিক্ষককে আইনের হাতে তুলে না দিয়ে আগামী শুক্রবার সালিসে মীমাংসার দিন ধার্য করেছে মাদ্রাসার কমিটি। নিপীড়ন শেষে কাউকে কিছু না বলার জন্য নিপীড়িতকে ১০ টাকা করে দিতেন বলেও অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী এক ছাত্র জানায়, হুজুর একেক সময় একেকজনের কাছে আসতেন। ইচ্ছেমতো তাদের দিয়ে যা খুশি তাই করাতেন। তাঁর কথামতো রাজি না হলে ভয় দেখাতেন।
ওই মাদ্রাসার অপর এক ছাত্রের বড় ভাই মো. লিমন বলেন, ‘ওই মাদ্রাসায় তার দুই ভাই পড়ে। মাদ্রাসার শিক্ষক বেল্লাল হোসেন তাঁর ভাইদের দিয়ে মনের খায়েশ মেটাতেন। পরে তার ছোট ভাই শিক্ষক বেল্লালের যন্ত্রণা সইতে না পেরে বাসায় আমাদের জানিয়েছে। আমরা এর উচিত বিচার চাই।’
শিক্ষক বেল্লাল হোসেন অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমি মাদ্রাসার সব ছাত্রের সঙ্গে এসব করিনি। শয়তানের ওয়াস-ওয়াসায় পড়ে দু-একজন ছাত্রের সঙ্গে এসব করেছি। আমি ক্ষমাপ্রার্থী।’
মাদ্রাসা কমিটির সদস্য স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, ‘আগামী শুক্রবার এর সালিস হবে। কমিটির সভাপতি মো. লাভলু আহমেদ বাড়িতে নেই। তিনি এলেই এর সালিস হবে।’
এ ব্যাপারে জানতে চেয়ে কমিটির সভাপতি মো. লাভলু আহমেদকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
পিরোজপুরের নেছারাবাদে মাদ্রাসার শিশু ছাত্রদের ধর্ষণের অভিযোগ উঠেছে বেল্লাল হোসেন নামের এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যার পরে অভিভাবকেরা মাদ্রাসার সামনে জড়ো হয়ে ওই শিক্ষকের বিচারের দাবি তোলেন।
উপজেলার মাগুরা ছালেহিয়া ফোরকানিয়া হাফিজিয়া দ্বিনীয়া মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শিশু ছাত্রদের টার্গেট করে বলাৎকার করতেন তিনি। মধ্যরাতে যখন মাদ্রাসার শিশু ছাত্ররা গভীর ঘুমে আচ্ছন্ন থাকত, তখন ভয় দেখিয়ে ধর্ষণ করতেন এই শিক্ষক।
ভুক্তভোগী শিশুরা শিক্ষক বেল্লালের নিয়মিত যৌন নিপীড়ন সইতে না পেরে অভিভাবকদের জানায়। গতকাল সন্ধ্যার পরে অভিভাবকেরা ওই শিক্ষকের বিচারের দাবি তোলেন। এ ঘটনায় ওই শিক্ষককে আইনের হাতে তুলে না দিয়ে আগামী শুক্রবার সালিসে মীমাংসার দিন ধার্য করেছে মাদ্রাসার কমিটি। নিপীড়ন শেষে কাউকে কিছু না বলার জন্য নিপীড়িতকে ১০ টাকা করে দিতেন বলেও অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী এক ছাত্র জানায়, হুজুর একেক সময় একেকজনের কাছে আসতেন। ইচ্ছেমতো তাদের দিয়ে যা খুশি তাই করাতেন। তাঁর কথামতো রাজি না হলে ভয় দেখাতেন।
ওই মাদ্রাসার অপর এক ছাত্রের বড় ভাই মো. লিমন বলেন, ‘ওই মাদ্রাসায় তার দুই ভাই পড়ে। মাদ্রাসার শিক্ষক বেল্লাল হোসেন তাঁর ভাইদের দিয়ে মনের খায়েশ মেটাতেন। পরে তার ছোট ভাই শিক্ষক বেল্লালের যন্ত্রণা সইতে না পেরে বাসায় আমাদের জানিয়েছে। আমরা এর উচিত বিচার চাই।’
শিক্ষক বেল্লাল হোসেন অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমি মাদ্রাসার সব ছাত্রের সঙ্গে এসব করিনি। শয়তানের ওয়াস-ওয়াসায় পড়ে দু-একজন ছাত্রের সঙ্গে এসব করেছি। আমি ক্ষমাপ্রার্থী।’
মাদ্রাসা কমিটির সদস্য স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, ‘আগামী শুক্রবার এর সালিস হবে। কমিটির সভাপতি মো. লাভলু আহমেদ বাড়িতে নেই। তিনি এলেই এর সালিস হবে।’
এ ব্যাপারে জানতে চেয়ে কমিটির সভাপতি মো. লাভলু আহমেদকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
১৭ মিনিট আগেপটুয়াখালীর দুমকীতে ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে একই বাড়ির মনিরুজ্জামান মনির (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’—ফেসবুকে নিজের বদলির বিষয়টি তরমুজ খেয়ে বোঝার পরামর্শমূলক পোস্ট দিয়ে মুছে ফেলেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। আজ রোববার বিকেল ৫টা ২৪ মিনিটে পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা গেছে।
২৪ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পরে পার্সিয়ান প্রজাতির সেই পোষা বিড়ালটি ফিরে পেয়েছেন মালিক মো. সানাউল্লাহ। আজ রোববার সকাল ৯টার দিকে বিড়ালটি তার মালিকের কাছে ফেরত দিয়েছেন এক ব্যক্তি। মা বিড়াল পেয়ে মহাখুশি ছানাগুলো, মালিক ও প্রতিবেশীরা। মা বিড়াল হারিয়ে যাওয়ার খবর শুনে ওই বাড়িতে বিড়ালছানাগ
২৮ মিনিট আগে