Ajker Patrika

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: নিহতদের পরিচয় মিলেছে, এক পরিবারের ৪ জন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২২: ১৩
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: নিহতদের পরিচয় মিলেছে, এক পরিবারের ৪ জন

বরিশালের ঝালকাঠিতে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১৪ জনের পরিচয় মিলেছে। এর মধ্যে স্বামী-স্ত্রী, দুই সন্তানসহ চারজন রয়েছেন। 

আজ বুধবার দুপুরে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতুর টোল ঘরে ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও প্রাইভেট কারকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন গাবখান ইউনিয়নের নজরুল ইসলাম (৩০), ওস্তাখানার শফিকুল মাঝী (৫০), শেখেরহাটের আতিকুর রহমান সাদি (১১), বিমানবাহিনীর সদস্য ইমরান হোসেন (৪০), কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের তাহমিনা বেগম (২৫) ও মেয়ে নূরজাহান (৭), রাজাপুরের প্রাইভেট কারচালক ইব্রাহিম (২০), রাজাপুরের উত্তর সাউথপুর এলাকার হাসিবুর রহমান (৪০), হাসিবুরের স্ত্রী সোনিয়া বেগম (৩০), মেয়ে তানিয়া আক্তার (৩), ছেলে তাহমিদ রহমান (১), সাউথপুরের নিপা আক্তার (২২), স্বরূপকাঠির রুহুল আমিন (৩০), গাবখানের শহিদুল ইসলাম (৩৫)। 

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম নিহত ১৪ জনের পরিচয় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত