নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ফের সড়ক দুর্ঘটনা ঘটেছে। খয়রাবাদ সেতুর ঢালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা এবং বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক।
এ তথ্য নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে মোটরসাইকেল যোগে পটুয়াখালী বাউফলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে পৌঁছালে পেছন থেকে একটি বাস চাপা দিলে মাথায় ও মুখে আঘাত পান ইউনুস বিশ্বাস। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই বাস থামিয়ে রেখে চালক পালিয়ে যান। বাসটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে রয়েছে।
নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম জানান, পটুয়াখালী থেকে ছেড়ে আসা বাস বকুলতলায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ৩০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হয়। ২ নভেম্বর একই স্থানে বাইক দুর্ঘটনা ঘটে এবং গতকাল ৩ নভেম্বর রাতে দুর্ঘটনায় আহত এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহে ৩ জন নিহত হলো।
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ফের সড়ক দুর্ঘটনা ঘটেছে। খয়রাবাদ সেতুর ঢালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা এবং বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক।
এ তথ্য নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে মোটরসাইকেল যোগে পটুয়াখালী বাউফলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে পৌঁছালে পেছন থেকে একটি বাস চাপা দিলে মাথায় ও মুখে আঘাত পান ইউনুস বিশ্বাস। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই বাস থামিয়ে রেখে চালক পালিয়ে যান। বাসটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে রয়েছে।
নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম জানান, পটুয়াখালী থেকে ছেড়ে আসা বাস বকুলতলায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ৩০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হয়। ২ নভেম্বর একই স্থানে বাইক দুর্ঘটনা ঘটে এবং গতকাল ৩ নভেম্বর রাতে দুর্ঘটনায় আহত এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহে ৩ জন নিহত হলো।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় আশঙ্কাজনকহারে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। থানায় বারবার অভিযোগ দিয়েও চুরি বন্ধ না হওয়ায় নিজেরাই রাত জেগে পাহারা দিচ্ছেন তাঁরা। এরই মধ্যে গত সোমবার দিবাগত রাতে চোর চক্রের আটজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী।
১৩ মিনিট আগেনাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত বন্য হাতিটির চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের একদল চিকিৎসক বন বিভাগের সহায়তায় আহত হাতিটির চিকিৎসা শুরু করেন।
১৯ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি বিশনন্দী ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। আড়াইহাজারের তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নারী নিহত হন। তাঁদের বয়স আনুমানিক ৫০ ও ৪৫ বছর।
২৩ মিনিট আগেময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সদ্য দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সাকির হোসেনের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অধ্যক্ষকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আজ মঙ্গলবার বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা অধ্যক্ষের কক্ষে
২৪ মিনিট আগে