Ajker Patrika

আফগানিস্তান দখল সহজ কিন্তু শাসন কঠিন: সাবেক পররাষ্ট্র সচিব

প্রতিনিধি, বরিশাল
আফগানিস্তান দখল সহজ কিন্তু শাসন কঠিন: সাবেক পররাষ্ট্র সচিব

সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, আফগানিস্তান দখল করা সহজ কিন্তু শাসন করা কঠিন। তালেবানরা ধর্মীয় দিক দিয়ে ক্ষমতা দখল করেছে। এটা কত দিন ধরে রাখবে সেটা একটা বিষয়। কেননা ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আফগানিস্থানে কেউই শাসন ক্ষমতায় দীর্ঘদিন স্থায়ী হতে পারেনি। তাই বর্তমানে ক্ষমতায় অধিষ্ঠিত তালেবানরা কতদিন তাদের ক্ষমতা ধরে রাখতে পারে তা দেখার বিষয়।

গতকাল সোমবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোক প্রশাসন বিভাগের আয়োজনে এক ভার্চ্যুয়াল অলোচনা সভায় এ কথা বলেন সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক। আয়োজনে মুখ্য আলোচক ছিলেন তিনি।

ববি লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদের সভাপতিত্বে ভার্চ্যুয়াল আলোচনায় বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন ববির লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক। সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষকেরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, দপ্তর প্রধান, লোক প্রশাসন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সংযুক্ত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত