Ajker Patrika

মেঘনার অভয়াশ্রমে মাছ শিকার, ১০ জেলেকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
Thumbnail image

বরিশালের হিজলা মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ শিকারকালে ১০ জেলেকে আটক করা হয়েছে। আজ শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের জরিমানা করেন। 
 
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। 

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মেঘনায় অভিযান পরিচালনা করা হয়। রাত পৌনে ২টার দিকে মেঘনা নদী থেকে ১০ জেলেকে আট করা হয়। 

শুক্রবার হিজলা থানা ভূমি কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়জনকে এক হাজার টাকা এবং একজনকে ৫০০ টাকা জরিমানা করেছেন।’ 

তিনি বলেন, ‘অভিযানে জব্দ করা ২০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।’ 

এ সময় হিজলা থানার সাব ইন্সপেক্টর সোহরাব হোসেন, নৌ পুলিশের সাব ইন্সপেক্টর বশির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত