Ajker Patrika

জুলাই আন্দোলনে শহীদের কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই আসামি জেলহাজতে

পটুয়াখালী প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জুলাই আন্দোলনে পটুয়াখালীর দুমকী উপজেলার এক শহীদের কন্যাকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই আসামি বর্তমানে জেলহাজতে রয়েছেন। এ বিষয়ে বিভ্রান্তিকর কোনো তথ্য প্রচার না চালানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

পিপি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘জুলাই আন্দোলনে শহীদের কন্যাকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার আসামিরা জেলহাজতে আছে। এ বিষয়ে কাউকে কোনো রকম বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’

পটুয়াখালীর দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, মেয়েটির করা মামলায় এজাহারভুক্ত দুই আসামি সাকিব মুন্সি এবং সিফাত মুন্সি বর্তমানে জেলহাজতে রয়েছেন। তাঁদের জামিন হয়নি।

ওসি আরও জানান, বিভিন্ন মিডিয়ায় আসামিদের জামিন-সংক্রান্ত যে সংবাদ প্রচার করা হচ্ছে, তা সত্য নয়। অভিযুক্ত দুজনই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

জনসাধারণ ও গণমাধ্যমের উদ্দেশে অনুরোধ জানানো হয়েছে, এ বিষয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর সংবাদ প্রচার বা শেয়ার না করতে। যাতে মামলার স্বচ্ছ বিচারপ্রক্রিয়া বিঘ্নিত না হয় এবং ভিকটিমের পরিবার যাতে নতুন করে মানসিক চাপের মুখে না পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত