Ajker Patrika

বরিশালে পুলিশের বাধায় পণ্ড বাম জোটের শোক মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ২২: ৪৪
বরিশালে পুলিশের বাধায় পণ্ড বাম জোটের শোক মিছিল

কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণে বরিশালে আজ শুক্রবার বাম গণতান্ত্রিক জোটের শোক মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। 

বাসদ জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী জানান, বেলা ১১টায় বরিশালে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতা হত্যার বিচার ও হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবিতে নিহতদের স্মরণে শোক মিছিল করার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে সকাল থেকে বাম গণতান্ত্রিক জোটের নেতারা জোটের ফকিরবাড়ি রোডে বাসদ কার্যালয়ে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিতে থাকেন। কোতোয়ালি মডেল থানার দুই শতাধিক পুলিশ সদস্যসহ বিভিন্ন বাহিনীর সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ফকিরবাড়ি রোড বাসদ কার্যালয়ের প্রবেশমুখ অবরুদ্ধ করে রাখেন। এ সময় প্রশাসন কর্মসূচি না করার জন্য বাম নেতা-কর্মীদের চাপ প্রয়োগ করেন। পরে নেতারা মিছিল নিয়ে ফকিরবাড়ি রোডে বের হতে গেলে পুলিশ বাধা দিয়ে মিছিলের পথ আটকে দেয়। নেতারা পুলিশি বাধার মুখে সেখানেই দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ করেন। 

সমাবেশে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজিজ খোকন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাংলাদেশ জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মীরন। 

বক্তারা অগণতান্ত্রিক কারফিউ তুলে নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ও যথাযথভাবে ইন্টারনেট চালু করার দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত