Ajker Patrika

বরিশালে চোর সন্দেহে যুবককে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের গৌরনদীতে গণপিটুনিতে নিহত যুবকের লাশ নিয়ে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
বরিশালের গৌরনদীতে গণপিটুনিতে নিহত যুবকের লাশ নিয়ে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

বরিশালে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়।

নিহত যুবকের নাম সাগর মোল্লা (২২)। তিনি গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ১৪ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে সালতা গ্রামে সাগরকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় রাতেই তাঁকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়।

সাগরের বাবা সিরাজ বলেন, ‘আমরা কর্মের সুবাদে মাদারীপুরে থাকি। ওই দিন রাতে সাগর আমাদের গ্রামের বাড়ি ডুমুরিয়া যাওয়ার সময় সালতা গ্রামের আসিফ খান, মজিবর খান, আলামিন মোল্লাসহ ২০-২৫ জন পরিকল্পিতভাবে সাগরকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ অস্বীকার করে আসিফ বলেন, ‘রাত ১টার দিকে আমাদের বাড়িতে চোর প্রবেশ করায় আমরা চিৎকার শুরু করি। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে ধাওয়া করে এক চোরকে আটক করে গণধোলাই দিয়েছে। এখানে পরিকল্পিত হত্যার কোনো ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত