Ajker Patrika

এমপিকে শোকজ করায় উপজেলা নেতাদের জেলা আ.লীগের পাল্টা শোকজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
এমপিকে শোকজ করায় উপজেলা নেতাদের জেলা আ.লীগের পাল্টা শোকজ

চাঁদা আদায়সহ বিভিন্ন অভিযোগে সংসদ সদস্য মো. শা‌হে আলম‌কে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দিয়ে ফেঁসে গেছেন বরিশালের বানারীপাড়া উপজেলা আ.লী‌গের সভাপতি ও সাধারণ সম্পাদক। এবার কোন ক্ষমতাবলে সংসদ সদস্যকে শোকজ করা হয়েছে তা জানতে চেয়ে পাল্টা নোটিশ দিয়েছে জেলা আওয়ামী লীগ। 

আজ মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক এ‌্যাডভোকেট তালুকদ‌ার মো. ইউনুস স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘আপনারা কোন ক্ষমতাবলে একজন সংসদ সদস্যকে শোকজ করেছেন।’ জেলা আ.লীগ‌কে অব‌হিত না ক‌রে এমন কর্মকাণ্ডের জন্য আগামী সাতদি‌নের ম‌ধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল সোমবার ওই সংসদ সদস্যের বিরুদ্ধে ১৭টি অভিযোগ এনে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক মাওলাদ হো‌সেন ছানা। তবে অভিযোগ নাকচ করে দিয়ে সংসদ সদস্য জানান, জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে বহিরাগতদের প্রার্থী করতে এটি মহল বিশেষের চক্রান্ত।

অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে– উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের গচ্ছিত দুই লাখ টাকা না দেওয়া, দলীয় নেতা কর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাঁড় করানো, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় তালাবদ্ধ করে রাখা, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প মডেল মসজিদের কাজ শেষ না হওয়া, পয়লা বৈশাখে পিঠা উৎসবের নামে চাঁদা তোলা, সরকারি খাল দখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ, ছোট ভাইয়ের মাধ্যমে বিএনপির ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া এবং লটারিতে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও উপজেলা প্রকৌশলীর মাধ্যমে দুই থেকে পাঁচ ভাগ উৎকোচ আদায় করা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মাওলাদ হো‌সেন ছানা ব‌লেন, ‘গত ২৯ সেপ্টেম্বর উপজেলা আ.লী‌গের বর্ধিত সভা হয়। সভায় এম‌পি শা‌হে আল‌মের উপস্থিতিতে নেতা কর্মীরা নানা অভিযোগ তোলেন এবং শোক‌জের সিদ্ধান্ত দেন। এর প্রেক্ষিতে তাঁকে শোকজ করা হয়েছে। অন্যদিকে উপজেলা আ.লী‌গের সভাপতি গোলাম ফারুক ব‌লেন, ‘তি‌নি অভিযোগগুলো দে‌খে স্বাক্ষর করেছেন মাত্র। এ বিষ‌য়ে সম্পাদক বল‌তে পারবেন।’ 

বানারীপাড়া ও উজিরপু‌রের একাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা নাম প্রকাশ না করার শর্তে ব‌লেন, ‘এম‌পি শা‌হে আলম ছাত্রলী‌গের সাবেক সভাপতি ছি‌লেন। যেকারণে অনেককেই তার কাছ থেকে সুবিধা নি‌তে পারেননি। তা ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে দক্ষিণাঞ্চলের আলী‌গের শীর্ষ এক নেতার পুত্র এবং সাবেক এক এম‌পি প্রার্থী হ‌তে চান। যেকারণে সাংসদ আলম‌কে বিতর্ককে ফেলতে হঠাৎ ক‌রে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।’

সংসদ সদস্য মো. শাহে আলম বলেন, ‘একজন সংসদ সদস্যকে উপজেলা আওয়ামী লীগ কি কারণ দর্শাতে পারে? বরিশালে কিছু নেতা আছে যারা এমপি পঙ্কজকে নিয়েও খেলেছে। তারাই এসব করাচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে এ ধরনের অভিযোগ তোলা উদ্দেশ্যপ্রণোদিত।’ তিনি দলের অবস্থান শক্ত করতে কাজ করেছেন, অভিযোগগুলো বানোয়াট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত