Ajker Patrika

বরিশালে উপজেলা নির্বাচনে প্রথম ঘণ্টায় কোনো কোনো কেন্দ্র-বুথে ভোট পড়েছে ১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৫ জুন ২০২৪, ১২: ১২
বরিশালে উপজেলা নির্বাচনে প্রথম ঘণ্টায় কোনো কোনো কেন্দ্র-বুথে ভোট পড়েছে ১ শতাংশ

বরিশালে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে বুধবার সকাল ৮টা থেকে বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়ায় ভোট গ্রহণ চলছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল নামে মাত্র। কোনো কোনো কেন্দ্র-বুথে প্রথম এক ঘণ্টায় ১ শতাংশ ভোট পড়েছে। তবে দিনের প্রথম ভাগে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

বাবুগঞ্জের চাঁদপাশা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নুরুজ্জামন ফারুকী বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭৮৬ জন। এখানকার ৫ নম্বর বুথে ৩৬৮ ভোটের মধ্যে সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় ভোট গ্রহণ করা হয়েছে মাত্র একটি। এ নিয়ে হতাশ প্রার্থীরাও। আধা কিলোমিটার দূরের চাঁদপাশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ৩ হাজার ৭৮৬ জন। সেখানে ভোট পড়েছে মাত্র ১ শতাংশ।
 
বাবুগঞ্জের উপজেলা রিসোর্স সেন্টার ও সংলগ্ন ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৬৭ জন। প্রথম ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৮০টি। ভোটের হার ৩ শতাংশ। 

এই কেন্দ্রে ভোট দিতে আসা আব্দুল আউয়াল ও কামাল হোসেন বলেন, ‘মানুষ ভোট দিতে আসতেই চায় না। অনেকে বলে, গিয়ে লাভ কী?’ কামাল বলেন, ‘ইটভাটায় মজুরি খাটতে ৭০০ টাকা রেখে ভোট দিতে এসেছি। এই টাকা কে দিবে বলেন।’ 

বাবুগঞ্জের চাঁদপাশা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫ নম্বর বুথে ৩৬৮ ভোটের মধ্যে সকাল ৯টা পর্যন্ত ১ ঘণ্টায় ভোটগ্রহণ হয়েছে মাত্র ১ টি। ছবি: আজকের পত্রিকাদক্ষিণ পাংশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অপেক্ষমাণ কাপ-পিরিচের সমর্থক খলিল মেম্বার বলেন, সবাই গিয়ে ভোটার আনো। তা না হলে সর্বনাশ হয়ে যাবে। 

বাবুগঞ্জে আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা বিনতে ওহাব জানান, আগরপুরের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর বিদ্যালয়ে তাঁর পুরুষ ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরদার খলেদ হোসেন স্বপন এমন অভিযোগ অস্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত