নিজস্ব প্রতিবেদক, বরিশাল থেকে
কয়েকটি কেন্দ্রে অন্য মেয়র প্রার্থীদের সমর্থক ও এজেন্টদের সঙ্গে হাতাহাতি, মারামারি ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নৌকার কর্মী-সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
আজ বেলা পৌনে ১১টায় বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে আবুল খায়ের আবদুল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় বরিশাল সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ কেন্দ্রে তিনি নিজের ভোট দেন।
আবুল খায়ের আবদুল্লাহ বলেন, ‘চমৎকার পরিবেশে খুব ভালো ভোট হচ্ছে। ভোটার উপস্থিতি দেখে আমি আনন্দিত ৷ স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিতে আসছেন। যাঁরা আসছেন সবাই ভোট দিতে পারছেন। আমি আশাবাদী, এভাবে চললে অবশ্যই জয়যুক্ত হব। ভোটের ফলাফল যা-ই হোক মেনে নেব। বরিশালবাসীর সঙ্গে আছি, থাকব।’
অন্য মেয়র প্রার্থীরা এজেন্ট ঢুকতে বাধা দেওয়াসহ বেশ কিছু অভিযোগ করেছেন ৷ এসব অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী খায়ের আবদুল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশন আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। বিষয়গুলো তারা দেখবে ৷ এই বিষয়ে আমার কিছু বলার নাই।’
বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতাহাতির খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে খায়ের আবদুল্লাহ বলেন, এখানে অনেক কাউন্সিলরের মধ্যে সমস্যা আছে। কাউন্সিলর প্রার্থীদের নিজেদের মধ্যে অন্তর্কোন্দল আছে। সেটার কারণে হয়তো হতে পারে ৷ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
আবুল খায়ের আবদুল্লাহর ভাতিজা বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ ভোট দিতে এসেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ব্যাপারে আমি মন্তব্য করব না।’
কয়েকটি কেন্দ্রে অন্য মেয়র প্রার্থীদের সমর্থক ও এজেন্টদের সঙ্গে হাতাহাতি, মারামারি ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নৌকার কর্মী-সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
আজ বেলা পৌনে ১১টায় বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে আবুল খায়ের আবদুল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় বরিশাল সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ কেন্দ্রে তিনি নিজের ভোট দেন।
আবুল খায়ের আবদুল্লাহ বলেন, ‘চমৎকার পরিবেশে খুব ভালো ভোট হচ্ছে। ভোটার উপস্থিতি দেখে আমি আনন্দিত ৷ স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিতে আসছেন। যাঁরা আসছেন সবাই ভোট দিতে পারছেন। আমি আশাবাদী, এভাবে চললে অবশ্যই জয়যুক্ত হব। ভোটের ফলাফল যা-ই হোক মেনে নেব। বরিশালবাসীর সঙ্গে আছি, থাকব।’
অন্য মেয়র প্রার্থীরা এজেন্ট ঢুকতে বাধা দেওয়াসহ বেশ কিছু অভিযোগ করেছেন ৷ এসব অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী খায়ের আবদুল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশন আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। বিষয়গুলো তারা দেখবে ৷ এই বিষয়ে আমার কিছু বলার নাই।’
বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতাহাতির খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে খায়ের আবদুল্লাহ বলেন, এখানে অনেক কাউন্সিলরের মধ্যে সমস্যা আছে। কাউন্সিলর প্রার্থীদের নিজেদের মধ্যে অন্তর্কোন্দল আছে। সেটার কারণে হয়তো হতে পারে ৷ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
আবুল খায়ের আবদুল্লাহর ভাতিজা বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ ভোট দিতে এসেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ব্যাপারে আমি মন্তব্য করব না।’
কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
৩ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৩০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৪০ মিনিট আগে