Ajker Patrika

বিশৃঙ্খলার অভিযোগে নৌকার সমর্থকদের সংযত থাকার আহ্বান খোকনের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল থেকে
আপডেট : ১২ জুন ২০২৩, ১১: ৩৫
বিশৃঙ্খলার অভিযোগে নৌকার সমর্থকদের সংযত থাকার আহ্বান খোকনের

কয়েকটি কেন্দ্রে অন্য মেয়র প্রার্থীদের সমর্থক ও এজেন্টদের সঙ্গে হাতাহাতি, মারামারি ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নৌকার কর্মী-সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

আজ বেলা পৌনে ১১টায় বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে আবুল খায়ের আবদুল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় বরিশাল সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ কেন্দ্রে তিনি নিজের ভোট দেন।

আবুল খায়ের আবদুল্লাহ বলেন, ‘চমৎকার পরিবেশে খুব ভালো ভোট হচ্ছে। ভোটার উপস্থিতি দেখে আমি আনন্দিত ৷ স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিতে আসছেন। যাঁরা আসছেন সবাই ভোট দিতে পারছেন। আমি আশাবাদী, এভাবে চললে অবশ্যই জয়যুক্ত হব। ভোটের ফলাফল যা-ই হোক মেনে নেব। বরিশালবাসীর সঙ্গে আছি, থাকব।’

অন্য মেয়র প্রার্থীরা এজেন্ট ঢুকতে বাধা দেওয়াসহ বেশ কিছু অভিযোগ করেছেন ৷ এসব অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী খায়ের আবদুল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশন আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। বিষয়গুলো তারা দেখবে ৷ এই বিষয়ে আমার কিছু বলার নাই।’

বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতাহাতির খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে খায়ের আবদুল্লাহ বলেন, এখানে অনেক কাউন্সিলরের মধ্যে সমস্যা আছে। কাউন্সিলর প্রার্থীদের নিজেদের মধ্যে অন্তর্কোন্দল আছে। সেটার কারণে হয়তো হতে পারে ৷ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

আবুল খায়ের আবদুল্লাহর ভাতিজা বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ ভোট দিতে এসেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ব্যাপারে আমি মন্তব্য করব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত