পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনে লাঙ্গলের প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদারের ওপর হামলা এবং তাঁর কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে রুহুল আমিন হাওলাদারের গানম্যান সোহেলসহ তিনজন আহত এবং সোহেলকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য অ্যাড. আফজাল হোসেনের নিজ এলাকা সদর উপজেলার ইউনিয়নের পচা বুনিয়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
এদিকে ওই সময় জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের লাঙ্গল ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. নাসির উদ্দিন তালুকদারের ডাব প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে চেয়ার ছুড়ে মারা এবং চেয়ার ভাঙচুর করারও ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহত গানম্যান সোহেল জানান, তাঁর প্রার্থী রুহুল আমিন হাওলাদার গাড়ি নিয়ে ওই ভোটকেন্দ্রের দিকে যাচ্ছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই ডাব প্রতীকের সমর্থক আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের নেতৃত্বে অতর্কিতভাবে তাঁদের গাড়ির ওপর হামলা করতে তেড়ে আসেন। এ সময় তিনিসহ অন্য কর্মী-সমর্থকেরা গাড়ি থেকে নেমে সামনের দিকে এগিয়ে গেলে তাঁদের ওপর হামলা চালায় ডাবের সমর্থকেরা। এতে তিনিসহ অন্তত পাঁচজন আহত হন।
এ ব্যাপারে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চলছিল। কিন্তু আওয়ামী লীগ নেতা কামাল হোসেন আমার এবং কর্মীদের ওপর হামলা চালিয়ে গোটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন।’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে কামাল হোসেন এ কাজটি করেছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এদিকে কামাল হোসেন বলেন, ‘বরং রুহুল আমিন হাওলাদার তাঁর লোকজন নিয়ে এসে আমাদের এখানে ডাবের ক্যাম্প ও চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন। আমি বরং ডাবের লোকজনকে থামানোর চেষ্টা করেছি। তা না হলে আরও বড় ধরনের ঘটনা ঘটত। আসলে হাওলাদার সাহেব উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসে শান্ত পরিবেশটাকে অশান্ত করেছেন নিজেই।’
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম জানান, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। খবর শুনে তাৎক্ষণিকভাবে মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে যান তিনি। বর্তমানে সেখানের পরিবেশ শান্ত রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনে লাঙ্গলের প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদারের ওপর হামলা এবং তাঁর কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে রুহুল আমিন হাওলাদারের গানম্যান সোহেলসহ তিনজন আহত এবং সোহেলকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য অ্যাড. আফজাল হোসেনের নিজ এলাকা সদর উপজেলার ইউনিয়নের পচা বুনিয়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
এদিকে ওই সময় জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের লাঙ্গল ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. নাসির উদ্দিন তালুকদারের ডাব প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে চেয়ার ছুড়ে মারা এবং চেয়ার ভাঙচুর করারও ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহত গানম্যান সোহেল জানান, তাঁর প্রার্থী রুহুল আমিন হাওলাদার গাড়ি নিয়ে ওই ভোটকেন্দ্রের দিকে যাচ্ছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই ডাব প্রতীকের সমর্থক আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের নেতৃত্বে অতর্কিতভাবে তাঁদের গাড়ির ওপর হামলা করতে তেড়ে আসেন। এ সময় তিনিসহ অন্য কর্মী-সমর্থকেরা গাড়ি থেকে নেমে সামনের দিকে এগিয়ে গেলে তাঁদের ওপর হামলা চালায় ডাবের সমর্থকেরা। এতে তিনিসহ অন্তত পাঁচজন আহত হন।
এ ব্যাপারে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চলছিল। কিন্তু আওয়ামী লীগ নেতা কামাল হোসেন আমার এবং কর্মীদের ওপর হামলা চালিয়ে গোটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন।’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে কামাল হোসেন এ কাজটি করেছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এদিকে কামাল হোসেন বলেন, ‘বরং রুহুল আমিন হাওলাদার তাঁর লোকজন নিয়ে এসে আমাদের এখানে ডাবের ক্যাম্প ও চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন। আমি বরং ডাবের লোকজনকে থামানোর চেষ্টা করেছি। তা না হলে আরও বড় ধরনের ঘটনা ঘটত। আসলে হাওলাদার সাহেব উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসে শান্ত পরিবেশটাকে অশান্ত করেছেন নিজেই।’
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম জানান, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। খবর শুনে তাৎক্ষণিকভাবে মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে যান তিনি। বর্তমানে সেখানের পরিবেশ শান্ত রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর গেন্ডারিয়াতে পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক সিএনজি গ্যারেজের কমর্চারীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দয়াগঞ্জ রেললাইনের কাছে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল ৮টার দিকে কর্তব্য
৪৩ মিনিট আগেদেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি। খনিটি দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখলেও ভাগ্যের উন্নয়ন হয়নি খনি এলাকার বাসিন্দাদের। এ যেন বাতির নিচেই অন্ধকার। খনিতে ২০-২৫ বছর ধরে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২৭৬ জন কর্মচারী চাকরি করলেও খনি কর্তৃপক্ষের উদাসীনতায় আজও তাঁদের চাকরি স্থায়ী হয়নি...
১ ঘণ্টা আগেবগুড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালাক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে মারা যাওয়া আয়া মাসুমাকে ভোলার বোরহানউদ্দিনে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় নিজ এলাকায় তাঁর জানাজা শেষে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দাফন
১ ঘণ্টা আগে