Ajker Patrika

আড়াই মাস পর বরিশাল বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৯: ৪৯
আড়াই মাস পর বরিশাল বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীরা

বরিশালে দীর্ঘ আড়াই মাস পরে জেলা (দক্ষিণ) বিএনপি কার্যালয়ে কর্মসূচি পালন করলেন নেতা-কর্মীরা। আজ শুক্রবার দলীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন পালন করা হয়। 

এর আগে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের গ্রেপ্তার অভিযান শুরু হলে কার্যালয়টি তালাবদ্ধ করে রাখা হয়। দ্বাদশ সংসদ নির্বাচনের পর কার্যালয়ের তালা খুললেও আজ (শুক্রবার) প্রথম কর্মসূচি পালন করলেন নেতা-কর্মীরা। 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদস্যসচিব আবুল কালাম শাহীনসহ অন্যান্য জেলা নেতারা। 

প্রধান অতিথির বক্তব্যে বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গায়ের জোরে নির্বাচন ও সরকার গঠন করেছে। এই সরকারের সঙ্গে দেশের মানুষ নেই। তাঁরা বিএনপির আন্দোলনের সঙ্গে আছেন। আগামীতে এ সরকারের পতনের মধ্য দিয়েই বিএনপির আন্দোলন শেষ হবে।’ 

এ ছাড়া বরিশাল মহানগর ছাত্রদল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন উপলক্ষে বিকেলে নগরীর সিঅ্যান্ডবি সড়ক থেকে একটি র‍্যালি বের করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত