Ajker Patrika

আ.লীগের প্রার্থীর পক্ষে ভোটের মাঠে তৎপর সব এমপি: জাপার মেয়র পদপ্রার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১১ জুন ২০২৩, ১৪: ২১
আ.লীগের প্রার্থীর পক্ষে ভোটের মাঠে তৎপর সব এমপি: জাপার মেয়র পদপ্রার্থী

ভোটের আগের দিন বরিশাল সিটিতে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেন তাপস অভিযোগ করে বলেছেন, ‘আমরা দেখেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের দিকে, সরকারি গাড়ি নৌকার লোকজন ব্যবহার করছে এবং সব এমপি ভোটের মাঠে তৎপর।’

আজ রোববার সকাল ১০টায় নগরের অক্সফোর্ড মিশনে লাঙ্গলের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইকবাল হোসেন তাপস আশঙ্কা করে বলেন, মানুষ সব সময় উৎকণ্ঠায় ছিল যে এবারের ভোট ২০১৮ সালের মতো হয় কি না। সব আলামত ২০১৮-এর মতো। রোগ একটাই। ২০১৮ সালে এবং এবার একই পরিবারের প্রার্থী এবং প্রধানমন্ত্রীর আত্মীয়।

তার দাবি, নগরের সব হোটেল-মোটেলে চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতারা। প্রশাসন তাঁদের তাড়াচ্ছে না। গত বছর এটাই হয়েছে। বহিরাগতরা বহালতবিয়তে আছে।

এক প্রশ্নের জবাবে ইকবাল হোসেন বলেন, ‘এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে, কিন্তু কোনো উত্তর নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত