পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের আত্মার শান্তি কামনায় বরগুনার পাথরঘাটায় দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান করা হয়েছে। এ সময় দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাঁর হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করা হয়। স্মৃতিচারণা করে স্থানীয়রা বলেন, তোফাজ্জল খুবই হাস্যরসাত্মক লোক ছিলেন। তাঁকে কখনোই কারও সঙ্গে খারাপ আচরণ করতে দেখিনি। মানসিক ভারসাম্যহীন হলেও সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হোসেনের কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা।
সাবেক চেয়ারম্যান এনামুল হোসেন বলেন, ‘তোফাজ্জলকে অর্থ দিয়ে চিকিৎসা করিয়েছি। ওর ভাইয়ের মৃত্যুর পর সে আবার অস্বাভাবিক আচরণ শুরু করে। তোফাজ্জল আমার কোনো নিকট আত্মীয় নয়, তবু ওর জন্য মায়া লাগে। এ রকম একটা কাজ (হত্যাকাণ্ড) ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, তা ভাবা যায় না। দুনিয়ায় ওর মা-বাবা-ভাই কেউ বেঁচে নেই। তবে ওর মর্মান্তিক মৃত্যুতে গোটা বাংলাদেশ কেঁদেছে। আমি অভিভাবক হিসেবে প্রতিবছর ওর জন্য দোয়া মিলাদ চালিয়ে যাব।’
আলোচনা অনুষ্ঠানে স্মৃতিচারণা করে স্থানীয়রা বলেন, ‘তোফাজ্জল খুবই হাস্যরসিক লোক ছিলেন। তাঁকে আমরা কখনোই কারও সঙ্গে খারাপ আচরণ করতে দেখিনি। মানসিক ভারসাম্যহীন হলেও সবার সঙ্গেই হাসিমুখে কথা বলতেন তিনি। আমরা এই মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছি না। দেশের সর্বোচ্চ একটা বিদ্যাপীঠে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটবে তা ভাবতেও পারিনি। তোফাজ্জল মোবাইল ফোন যদি চুরি করে থাকত, তার জন্য আইন আছে বলে আলোচনা সভায় উল্লেখ করেন স্থানীয়রা। তাঁরা বলেন, সামান্য কয়েক টাকার মোবাইল ফোনের জন্য একটা জীবন এভাবে চলে যেতে হবে, তা মানা যায় না। আমরা দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করেন ঢাবি ফজলুল হক মুসলিম হলের কয়েকজন শিক্ষার্থী। পরে কয়েক দফায় মারধর করায় ওই দিন রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হলে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের আত্মার শান্তি কামনায় বরগুনার পাথরঘাটায় দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান করা হয়েছে। এ সময় দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাঁর হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করা হয়। স্মৃতিচারণা করে স্থানীয়রা বলেন, তোফাজ্জল খুবই হাস্যরসাত্মক লোক ছিলেন। তাঁকে কখনোই কারও সঙ্গে খারাপ আচরণ করতে দেখিনি। মানসিক ভারসাম্যহীন হলেও সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হোসেনের কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা।
সাবেক চেয়ারম্যান এনামুল হোসেন বলেন, ‘তোফাজ্জলকে অর্থ দিয়ে চিকিৎসা করিয়েছি। ওর ভাইয়ের মৃত্যুর পর সে আবার অস্বাভাবিক আচরণ শুরু করে। তোফাজ্জল আমার কোনো নিকট আত্মীয় নয়, তবু ওর জন্য মায়া লাগে। এ রকম একটা কাজ (হত্যাকাণ্ড) ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, তা ভাবা যায় না। দুনিয়ায় ওর মা-বাবা-ভাই কেউ বেঁচে নেই। তবে ওর মর্মান্তিক মৃত্যুতে গোটা বাংলাদেশ কেঁদেছে। আমি অভিভাবক হিসেবে প্রতিবছর ওর জন্য দোয়া মিলাদ চালিয়ে যাব।’
আলোচনা অনুষ্ঠানে স্মৃতিচারণা করে স্থানীয়রা বলেন, ‘তোফাজ্জল খুবই হাস্যরসিক লোক ছিলেন। তাঁকে আমরা কখনোই কারও সঙ্গে খারাপ আচরণ করতে দেখিনি। মানসিক ভারসাম্যহীন হলেও সবার সঙ্গেই হাসিমুখে কথা বলতেন তিনি। আমরা এই মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছি না। দেশের সর্বোচ্চ একটা বিদ্যাপীঠে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটবে তা ভাবতেও পারিনি। তোফাজ্জল মোবাইল ফোন যদি চুরি করে থাকত, তার জন্য আইন আছে বলে আলোচনা সভায় উল্লেখ করেন স্থানীয়রা। তাঁরা বলেন, সামান্য কয়েক টাকার মোবাইল ফোনের জন্য একটা জীবন এভাবে চলে যেতে হবে, তা মানা যায় না। আমরা দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করেন ঢাবি ফজলুল হক মুসলিম হলের কয়েকজন শিক্ষার্থী। পরে কয়েক দফায় মারধর করায় ওই দিন রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হলে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৪ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৪ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৫ ঘণ্টা আগে