Ajker Patrika

মুলাদীতে হামলা করে ঘর ভেঙে নেওয়ার ভিডিও ভাইরাল

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদীতে হামলা করে ঘর ভেঙে নেওয়ার ভিডিও ভাইরাল

বরিশালের মুলাদীতে হাত বোমা ফাটিয়ে হামলা করে ঘর ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

গতকাল শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের সাঈদ ব্যাপারীর ঘর ভেঙে নেয় প্রতিপক্ষের লোকজন। আর এদিন সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগে মুলাদী থানা-পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ চৌকিদার নামের একজনকে গ্রেপ্তার করে। 

ভুক্তভোগী সাঈদ ব্যাপারীর স্ত্রী জান্নাত আক্তার বলেন, একই গ্রামের আব্দুর রব চৌকিদারের ছেলে রিয়াজ চৌকিদারের নেতৃত্বে ১৪-১৫ জন হামলা চালিয়ে ঘর ভেঙে নিয়েছে। এ সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে কমপক্ষে ৫ জন আহত হয়। 

জান্নাত আক্তার আরও জানান, জমি নিয়ে আব্দুর রব চৌকিদারের লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। বিরোধের জেরে সাঈদ ব্যাপারীর নামে মামলা হলে শুক্রবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সাঈদ ব্যাপারী না থাকায় শনিবার ভোর সাড়ে ৬টার দিকে রিয়াদ চৌকিদার, মিরাজ, নিরব, মিরনসহ ১৪-১৫ জন লোক রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। 

হামলাকারীরা হাত বোমা ফাটিয়ে বাড়িতে ঢুকে প্রথমে জান্নাতকে মারধর করে বেঁধে ফেলে। পরে বাড়ির একটি টিনের ঘর ভেঙে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে গিয়ে রানী বেগম, নাছিমা বেগম, নবীনসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। 

এ ঘটনায় জান্নাত আক্তার বাদী হয়ে রিয়াদ চৌকিদারসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করলে পুলিশ শনিবার দুপুরে রিয়াদ চৌকিদারকে গ্রেপ্তার করেছে। 

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, বাড়িতে হামলা ও ঘর ভেঙে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত