মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে হাত বোমা ফাটিয়ে হামলা করে ঘর ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের সাঈদ ব্যাপারীর ঘর ভেঙে নেয় প্রতিপক্ষের লোকজন। আর এদিন সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগে মুলাদী থানা-পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ চৌকিদার নামের একজনকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী সাঈদ ব্যাপারীর স্ত্রী জান্নাত আক্তার বলেন, একই গ্রামের আব্দুর রব চৌকিদারের ছেলে রিয়াজ চৌকিদারের নেতৃত্বে ১৪-১৫ জন হামলা চালিয়ে ঘর ভেঙে নিয়েছে। এ সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে কমপক্ষে ৫ জন আহত হয়।
জান্নাত আক্তার আরও জানান, জমি নিয়ে আব্দুর রব চৌকিদারের লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। বিরোধের জেরে সাঈদ ব্যাপারীর নামে মামলা হলে শুক্রবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সাঈদ ব্যাপারী না থাকায় শনিবার ভোর সাড়ে ৬টার দিকে রিয়াদ চৌকিদার, মিরাজ, নিরব, মিরনসহ ১৪-১৫ জন লোক রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
হামলাকারীরা হাত বোমা ফাটিয়ে বাড়িতে ঢুকে প্রথমে জান্নাতকে মারধর করে বেঁধে ফেলে। পরে বাড়ির একটি টিনের ঘর ভেঙে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে গিয়ে রানী বেগম, নাছিমা বেগম, নবীনসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় জান্নাত আক্তার বাদী হয়ে রিয়াদ চৌকিদারসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করলে পুলিশ শনিবার দুপুরে রিয়াদ চৌকিদারকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, বাড়িতে হামলা ও ঘর ভেঙে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বরিশালের মুলাদীতে হাত বোমা ফাটিয়ে হামলা করে ঘর ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের সাঈদ ব্যাপারীর ঘর ভেঙে নেয় প্রতিপক্ষের লোকজন। আর এদিন সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগে মুলাদী থানা-পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ চৌকিদার নামের একজনকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী সাঈদ ব্যাপারীর স্ত্রী জান্নাত আক্তার বলেন, একই গ্রামের আব্দুর রব চৌকিদারের ছেলে রিয়াজ চৌকিদারের নেতৃত্বে ১৪-১৫ জন হামলা চালিয়ে ঘর ভেঙে নিয়েছে। এ সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে কমপক্ষে ৫ জন আহত হয়।
জান্নাত আক্তার আরও জানান, জমি নিয়ে আব্দুর রব চৌকিদারের লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। বিরোধের জেরে সাঈদ ব্যাপারীর নামে মামলা হলে শুক্রবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সাঈদ ব্যাপারী না থাকায় শনিবার ভোর সাড়ে ৬টার দিকে রিয়াদ চৌকিদার, মিরাজ, নিরব, মিরনসহ ১৪-১৫ জন লোক রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
হামলাকারীরা হাত বোমা ফাটিয়ে বাড়িতে ঢুকে প্রথমে জান্নাতকে মারধর করে বেঁধে ফেলে। পরে বাড়ির একটি টিনের ঘর ভেঙে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে গিয়ে রানী বেগম, নাছিমা বেগম, নবীনসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় জান্নাত আক্তার বাদী হয়ে রিয়াদ চৌকিদারসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করলে পুলিশ শনিবার দুপুরে রিয়াদ চৌকিদারকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, বাড়িতে হামলা ও ঘর ভেঙে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
২ মিনিট আগেকিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগে