Ajker Patrika

নির্বাচনী সহিংসতা: মির্জাগঞ্জে ইউপি সদস্যসহ আহত ৪

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২৪, ১৫: ১০
Thumbnail image

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদপ্রার্থী (ঘোড়া প্রতীক) জহিরুল ইসলাম জুয়েল ও আবু বকর সিদ্দিকীর (কাপ পিরিচ) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে রাতেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম জুয়েলকে ২৫ হাজার টাকা জরিমানা এবং ঘটনাস্থল থেকে ১৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া বাজারে প্রচার চালানোর সময় চেয়ারম্যান পদপ্রার্থী খান মো. আবু বকর সিদ্দিকীর সমর্থকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জহিরুল ইসলাম জুয়েলের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন, মো. রতন গোলদার, সোহাগ মৃধা ও আদনান হোসেন শাওন গুরুতর আহত হন। তাঁদের মির্জাগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। ইউপি সদস্য মো. সরোয়ার হোসেনকে আজ শনিবার সকালে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই ঘোড়া প্রতীকের প্রার্থী মো. জহিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা এবং ঘটনাস্থল থেকে ১৫টি মোটরসাইকেল জব্দ করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু বকর সিদ্দিকী বলেন, ‘গতকাল শুক্রবার উঠান বৈঠক শেষে বাড়ি ফেরার পথে কলাগাছিয়া গ্রামের লোটাস খান নামে আমার এক কর্মীকে মারধর করা হয়। খবর পেয়ে কয়েকজনকে নিয়ে আমি তাঁর বাড়িতে তাঁকে দেখতে যাচ্ছিলাম। কিন্তু পথে ঘোড়া প্রতীকের লোকজন আমাদের ওপর হামলা করে। তাতে আমার চার কর্মী গুরুতর আহত হয়। এ ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

ঘোড়া প্রতীকের প্রার্থী মো. জহিরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঘোড়া প্রতীকের প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা ও ১৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত