ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার জীবদাসকাঠি গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে আব্দুল আজিজ (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টা দিকে উপজেলার জীবনদাসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নার্গিস আক্তার (৪৫)।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আব্দুল আজিজ ঢাকায় একটি কোম্পানিতে প্রহরী হিসেবে চাকরি করেন। তাঁর তিন সন্তানের মধ্যে বড় ছেলে চট্টগ্রামে চাকরি করেন, মেজো ছেলে বাড়িতে থেকেই কলেজে পড়ে ও প্রাইভেট পড়ায় এবং ছোট মেয়ে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। গতকাল সোমবার আব্দুল আজিজ বাড়িতে এলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। রাতেও আবার সেই ঝগড়া শুরু হলে স্ত্রী নার্গিস আক্তারকে বেধড়ক মারধর করে আব্দুল আজিজ। একপর্যায়ে স্ত্রী নিস্তেজ হয়ে পড়লে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই স্বামী আজিজকে রাজাপুর থানা-পুলিশ আটক করেছে।
তবে গ্রেপ্তারের আগে অভিযুক্ত আব্দুল আজিজ জানান, তাদের বাড়িতে কাজ করতেন একই এলাকার আব্দুল হামেদের ছেলে মো. ছালেক। কাজের সুবাদে স্ত্রী নার্গিস বেগমের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে ছালেকের। একপর্যায়ে তাঁরা পরকীয়ায় জড়িয়ে পড়ে। আজিজ বিষয়টি উপলব্ধি করতে পেরে স্ত্রীকে নিষেধ করলেও তা শোনেনি। ঘটনার দিন সোমবার দিবাগত রাত (মঙ্গলবার) ১২টার দিকে বাইরের কাজ শেষে বাসায় ফিরলে তাঁর স্ত্রীর সঙ্গে ছালেককে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় রাগান্বিত হয়ে শাবল নিয়ে ছালেককে আঘাত করতে গেলে তিনি সরে যান। পরে সেটি গিয়ে স্ত্রী নার্গিসের মাথায় আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই নার্গিস আক্তার নিস্তেজ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি গোলাম মোস্তফা আরও বলেন, ‘নিহত নারীর মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক আজিজকে জিজ্ঞাসাবাদ চলছে। সে যেহেতু ভিন্ন তথ্য দিয়ে মূল ঘটনাকে আড়াল এবং বিভ্রান্ত করতে চাইছে, তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে সব মিলিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঝালকাঠির রাজাপুর উপজেলার জীবদাসকাঠি গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে আব্দুল আজিজ (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টা দিকে উপজেলার জীবনদাসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নার্গিস আক্তার (৪৫)।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আব্দুল আজিজ ঢাকায় একটি কোম্পানিতে প্রহরী হিসেবে চাকরি করেন। তাঁর তিন সন্তানের মধ্যে বড় ছেলে চট্টগ্রামে চাকরি করেন, মেজো ছেলে বাড়িতে থেকেই কলেজে পড়ে ও প্রাইভেট পড়ায় এবং ছোট মেয়ে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। গতকাল সোমবার আব্দুল আজিজ বাড়িতে এলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। রাতেও আবার সেই ঝগড়া শুরু হলে স্ত্রী নার্গিস আক্তারকে বেধড়ক মারধর করে আব্দুল আজিজ। একপর্যায়ে স্ত্রী নিস্তেজ হয়ে পড়লে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই স্বামী আজিজকে রাজাপুর থানা-পুলিশ আটক করেছে।
তবে গ্রেপ্তারের আগে অভিযুক্ত আব্দুল আজিজ জানান, তাদের বাড়িতে কাজ করতেন একই এলাকার আব্দুল হামেদের ছেলে মো. ছালেক। কাজের সুবাদে স্ত্রী নার্গিস বেগমের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে ছালেকের। একপর্যায়ে তাঁরা পরকীয়ায় জড়িয়ে পড়ে। আজিজ বিষয়টি উপলব্ধি করতে পেরে স্ত্রীকে নিষেধ করলেও তা শোনেনি। ঘটনার দিন সোমবার দিবাগত রাত (মঙ্গলবার) ১২টার দিকে বাইরের কাজ শেষে বাসায় ফিরলে তাঁর স্ত্রীর সঙ্গে ছালেককে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় রাগান্বিত হয়ে শাবল নিয়ে ছালেককে আঘাত করতে গেলে তিনি সরে যান। পরে সেটি গিয়ে স্ত্রী নার্গিসের মাথায় আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই নার্গিস আক্তার নিস্তেজ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি গোলাম মোস্তফা আরও বলেন, ‘নিহত নারীর মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক আজিজকে জিজ্ঞাসাবাদ চলছে। সে যেহেতু ভিন্ন তথ্য দিয়ে মূল ঘটনাকে আড়াল এবং বিভ্রান্ত করতে চাইছে, তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে সব মিলিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
৭ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে