নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ পরীক্ষার্থী। গতবছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা সামান্য কমেছে।
গতবছর পাশের হার ছিল ৯০ দশমিক ১৮ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৩১১ জন। তবে বোর্ড কর্তৃপক্ষ দাবি করেছেন, এসএসসির এবারের ফলাফলের গুণগত মান বেড়েছে।
আজ রোববার ফলাফল প্রকাশ করে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবাদিকদের বলেন, ‘এবারে পরীক্ষার সময় বেশি ভিজিল্যান্স টিম থাকায় বিগত ৫ বছরের থেকে বহিষ্কারের সংখ্যাটা বেশি। সব মিলিয়ে ফলাফলের গুণগত মান বেড়েছে।’
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর ৮৭ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশে করেছে ৭৮ হাজার ১৯৭ জন।
পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এবছরও এগিয়ে। ছেলেদের পাসের হার ৮৬ দশমিক শূন্য ২ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৩০ জন।
অপরদিকে মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৮৬ এবং জিপিএ-৫ পেয়ে পাস করেছেন ৩ হাজার ৫১৫ জন।
এ শিক্ষা বোর্ডে ছেলে পরীক্ষার্থী ছিল ৪১ হাজার ১৬ জন এবং পাস করেছেন ৩৫ হাজার ২৮২ জন। মেয়ে পরীক্ষার্থী ৪৬ হাজার ৭১৮ জনের মধ্যে পাস করেছে ৪২ হাজার ৯১৫ জন।
বিভাগভিত্তিক পাসের হারে সবচেয়ে বিজ্ঞান বিভাগে ৯৫ দশমিক ৬৪ ভাগ। এর পরে ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০ দশমিক ৪১ এবং মানবিক বিভাগে ৮৫ দশমিক ৮১ ভাগ শিক্ষার্থী পাস করেছে।
বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ পরীক্ষার্থী। গতবছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা সামান্য কমেছে।
গতবছর পাশের হার ছিল ৯০ দশমিক ১৮ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৩১১ জন। তবে বোর্ড কর্তৃপক্ষ দাবি করেছেন, এসএসসির এবারের ফলাফলের গুণগত মান বেড়েছে।
আজ রোববার ফলাফল প্রকাশ করে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবাদিকদের বলেন, ‘এবারে পরীক্ষার সময় বেশি ভিজিল্যান্স টিম থাকায় বিগত ৫ বছরের থেকে বহিষ্কারের সংখ্যাটা বেশি। সব মিলিয়ে ফলাফলের গুণগত মান বেড়েছে।’
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর ৮৭ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশে করেছে ৭৮ হাজার ১৯৭ জন।
পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এবছরও এগিয়ে। ছেলেদের পাসের হার ৮৬ দশমিক শূন্য ২ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৩০ জন।
অপরদিকে মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৮৬ এবং জিপিএ-৫ পেয়ে পাস করেছেন ৩ হাজার ৫১৫ জন।
এ শিক্ষা বোর্ডে ছেলে পরীক্ষার্থী ছিল ৪১ হাজার ১৬ জন এবং পাস করেছেন ৩৫ হাজার ২৮২ জন। মেয়ে পরীক্ষার্থী ৪৬ হাজার ৭১৮ জনের মধ্যে পাস করেছে ৪২ হাজার ৯১৫ জন।
বিভাগভিত্তিক পাসের হারে সবচেয়ে বিজ্ঞান বিভাগে ৯৫ দশমিক ৬৪ ভাগ। এর পরে ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০ দশমিক ৪১ এবং মানবিক বিভাগে ৮৫ দশমিক ৮১ ভাগ শিক্ষার্থী পাস করেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে