Ajker Patrika

পটকা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে কিশোর আহত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
Thumbnail image

বরিশালের আগৈলঝাড়ায় পটকা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে এক কিশোর (১২) গুরুতর আহত হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত ওই কিশোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে নিজ বাড়ির আঙিনায় পটকা তৈরি করছিল ওই কিশোর। একপর্যায়ে বারুদের বিস্ফোরণে তার বাম হাতের কবজি ও আঙুলের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। 

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত